| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্বদেশ হাসনাইন
	ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
প্রত্যয় অকেজো হলে 
মনু
 ও 
ষ্ণ 
আলাদা হয়ে পড়ে থাকে
ঘোলা চোখের অংশ বের হয়ে থাকে - 
হয়তো পুড়েছে, গলেছে, নষ্ট হয়েছে, 
মাছি উড়ছে আঠায়,
প্রত্যয় অকেজো হৃদযন্ত্রের মত,
 মাথার ভিতর স্বপ্ন নয়, শান্তি নয় কেবল অবোধ বিস্ময় খেলা করে।
 
-
ড্রাফট ১.০
©somewhere in net ltd.