![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম আমি গিরগিটীর মতো রং পাল্টাই। নিজের স্বার্থের জন্য আমি সব পারি।
তোমায় দেখেছি প্রথম যেদিন
ভুলতে পারিনি কিছুতেই সেদিন।
তোমার দিকে তাকিয়ে ছিলাম,
ভালবেসে আজ মনটা দিলাম।
ফিরিয়ে দিওনা ওগো তুমি,
তাতে দুঃখ পাবো আমি।
তুমি আমার মনের কবিতা,
হৃদয়ে এঁকেছি তোমার ছবিটা।
তুমি না এলে আমার জীবনে,
হারিয়ে যাবো অনিল গগণে।
যদি চাইতে পারো জীবন দেবো,
তবুও আমি তোমার হবো।
যদি বুঝতে পারো মনের কথা,
দিওনা তুমি আমায় ব্যাথা।
কবিতা লিখেছি তোমার জন্য,
ভালবাসলে হবো ধন্য
- একজন নিশি
২২/০৭/২০০৮
২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
একজন নিশি বলেছেন: কিছু না
২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
একজন আরমান বলেছেন:
ভালবাসবে কি ?
: এইডা কি আর জিগান লাগতো?
এমনিতেই তো বলি -
ভালোবাসি... ভালোবাসি... ভালোবাসি... :!> :!> :#>
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৩
একজন নিশি বলেছেন: জিগান ভাল কখন আবার ভুইলা যাও বলা তো যায়না।
৩| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
পুরানো আমি বলেছেন: গানটি আপনার জন্য আর আরমান ভাই এর জন্য । দুইজন একসাথে শুনবেন।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪
একজন নিশি বলেছেন: ধন্যবাদ।
দুজনে মিলেই শুনবো।
৪| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৯
বটবৃক্ষ~ বলেছেন:
নাইস!! সুঈট!! সিম্পল!!
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
একজন নিশি বলেছেন: ধন্যবাদ।
ধন্যবাদ
এবং ধন্যবাদ।
৫| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪
দালাল০০৭০০৭ বলেছেন: যে চাই বলুক কবিতাই ভাল লাগা এবং ভাল বাসা আপু।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
একজন নিশি বলেছেন: জী ভাইয়া।
ধন্যবাদ।
৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
আমি অপদার্থ বলেছেন:
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৭
একজন নিশি বলেছেন:
৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ ভাল লাগল।
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
একজন নিশি বলেছেন: ধন্যবাদ।
৮| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০
নীল কষ্ট বলেছেন: বালা লাগে নাই
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
একজন নিশি বলেছেন: সব জিনিস সবার ভাল লাগলে কি করে হবে !
৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
দালাল০০৭০০৭ বলেছেন: খুব সুন্দর ভাবী/আপু
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬
একজন নিশি বলেছেন: ধন্যবাদ।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
একজন নিশি
এবং
একজন আরমান
ভালো তো, ভালো না?
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
একজন নিশি বলেছেন: হুম ভালো হতেই হবে।
১১| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:০৬
শায়মা বলেছেন: বাহ নিশিমনি!!
সুন্দর কবিতা!!!
আমার এক ধারাবাহিকের নায়িকার নাম ছিলো নিশি। তোমাকে দেখে তার কথা মনে পড়লো।
২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৮
একজন নিশি বলেছেন: ধন্যবাদ আপুনি।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
বৈরী হাওয়া বলেছেন: কি লিখেছেন