![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২-১ দিনের মধ্যে এক্সটার্নাল একটা হার্ডডিস্ক কিনব। পরামর্শ চাই।
২ অথবা ৩ টেরাবাইটের। ইউএসবি ৩।
১। ওয়েস্টার্ন ডিজিটাল
২। ট্র্যন্সসেন্ড
৩। এ ডাটা
৪। হিটাচি
৫। এপাচার
সবচেয়ে কমমূল্যে সবচেয়ে বেশি ডাটা ধরবে কোন্টাতে ?
আইডিবি থেকে কিনতে চাচ্ছি। কোন দোকান থেকে কিনমু। কারো কোন রেফারেন্স থাকলে দেন
আর হ, কে কোনটা ইউজ করেন, জীবনে কয়বার ক্র্যাশ খাইছেন, কোন ব্র্যান্ডের টা ইউজ কইরা হেইডাও কইয়েন।
থাক আর বেশি কিছু কমু না, যা বলার আপনারা বলেন
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
একজন সুফল বলেছেন: এ ডাটার ট্র্যান্সফার স্পীড কেমন ?
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
বিডি আমিনুর বলেছেন: ১। ট্র্যন্সসেন্ড 1TB ব্যাবহার করতেছি ৬ মাস যাবত এ পর্যন্ত কোন সমস্যা করে নাই।
২। সামসাং 500 GB ব্যাবহার করতেছি ২ বৎসর যাবত এ পর্যন্ত কোন সমস্যা করে নাই।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
একজন সুফল বলেছেন: আমি ডেস্কটপে ৫ বছর স্যামসাং চালাইছি, কোন প্রব্লেম হয় নাই, কিন্ত স্যামসাং এর তো এক্সটারনাল কোন প্যাকেজ দেখলাম না !
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
আমি নিজে ট্রান্ডসেন্ড(৫০০ গিগা), ওয়েস্টার্ন ডিজিটাল(৫০০ গিগা) ব্যবহার করেছি। এদের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল টা আমার কাছে ভালো লেগেছে।
আপনি Wester Digital My Passport Elite নিতে পারেন। দামের ব্যাপারে বলতে পারছিনা। তবে জিনিসটা ভালো, এতটুকুই বলতে পারি।
আর কোয়ান্টিটির দিকে খেয়াল না করে আগে কোয়ালিটির দিকে দৃষ্টি দিন। কারন কোয়ান্টিটির দিকে খেয়াল করতে গিয়ে আপনার জীবনে এমনও হতে পারে মাত্র ১ মেগার একটা ডাটা লসের কারনে চোখের পানি, নাকের পানি এক হয়ে যাবে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
একজন সুফল বলেছেন: খুবই গুরুত্তপূর্ন কথা বলেছেন ভাই।
কিন্ত কেউ বলে ট্র্যান্সসেন্ড কেউ বলে WD, এখন কোনদিকে যাই বুঝতেছি না।
এই দুইটারে প্রাইমারি চয়েজের তালিকায় ফেলছি, এখন বলেন কোনটা ভাল হবে ?
Click This Link
Click This Link
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
জামান2021 বলেছেন: আমি নিজে ট্রান্ডসেন্ড(৫০০ গিগা) ব্যবহার করছি ৩ বৎসর যাবত এ পর্যন্ত কোন সমস্যা করে নাই। এটা আমার কাছে ভালো লেগেছে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
একজন সুফল বলেছেন: ডেটা ট্র্যান্সফার স্পীড কেমন পান ? হাত থেকে পড়লে কি সমস্যা হয় ?:O
৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
আশরাফুল হক (খুলনা) বলেছেন: মাই পাসপোর্ট ১ টিবি ব্যাবহার করছি , ভাল সার্ভিস , লক অপসন আছে ভালই লাগে, গতি খুবি ভাল ইউএসবি ৩ তে
৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১২
আশরাফুল হক (খুলনা) বলেছেন: Transcend 2TB 35T3 USB 3.0 HDD পোর্টেবল হিসাবে ভাল হবে মনে হল না আপনার দোয়া লিংকে ছবি দেখে (আকারে অনেক বড়)
পোর্টেবল প্রয়েজন না হলে আলাদা এনক্লোজার কিনে ৩ টিবি WD
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
একজন সুফল বলেছেন: আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলেন তো ! এনক্লোসার এর দাম কত ? আর বিদ্যুৎ ছাড়া কি ঐটা চলবে ? পাওয়ার দিব কেমনে? আমি তো ল্যাপ্টপের সাথে কানেকশন দিব।
৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
আমি ব্লগার হইছি! বলেছেন: আমি শুনেছি যে কোন হার্ড ডিস্ক ই হাত থেকে পড়লে নাকি শেষ। তাই কখনো ফেলিনি।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২১
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
আমার জানামতে, আপনার দেওয়া লিংকের ট্রান্সসেন্ড টা আলাদা পাওয়ার কানেক্টর ইউজ করে আর সাইজেও বড়। আপনার জন্য এই ব্যাপারটা ঝামেলার হতে পারে।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
একজন সুফল বলেছেন: অনেক ধন্যবাদ তথ্যের জন্য
৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
আশরাফুল হক (খুলনা) বলেছেন: এনক্লোসার এর দাম : ২০০০ থেকে ৪২০০ পর্যন্ত আমি দেখেছি, আরও কম বা বেসি থাকতে পারে,
বিদ্যুৎ ছাড়া কি ঐটা চলবে ? উত্তর : না
পাওয়ার দিব কেমনে? উত্তর : আলাদা এডাপটার দিয়ে
ল্যাপ্টপের সাথে কানেকশন? উত্তর : ইউএসবি ২/৩ , ই-সাটা
আমি ব্যাবহার করছি
Click This Link
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
মুন্তাসীর আর রাহী বলেছেন: চোখ বন্ধ করে WD নেন। WD এর উপর কিছু নাই...
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
অামিবিডি১৯৭৬ বলেছেন: SSD সবচেয়ে ভালো। তবে বেশি জাগার দরকার হোলে HDD কেনা যায়। স্টোরেজ কোনটি ভাল
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
আমি ব্লগার হইছি! বলেছেন: একটা ১টিবি এ ডাটা ফ্রি পাইছিলাম অনেকদিন আগে। কোন সমস্যা পাইনি।