![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• অনেক লম্বা লম্বা অনুচ্ছেদ প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অনলাইনে যার কোন স্থান নেই।
• তথ্য কে সঠিক ভাবে উপস্থাপন করতে ছবি বা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। ছবি গুলি এমন হতে হবে যা দেখে বোঝা যাবে ছবির উদ্দেশ্য।
• এগুলো সব ধরনের অনলাইনের লেখার জন্য প্রযোজ্য । সব আর্টিকেল গুলী একই পদ্ধতিতে লিখতে হবে, যেন লেখায় কিওয়ার্ড গুলি ঠিক ঠাক থাকে, লেখা বেশি বড় করা যাবে না, লেখা গুলি প্রাঞ্জল ভাষায় হতে হবে সর্বোপরি লেখাটিকে প্রফেশনাল রূপে দাড় করাতে হবে। বার বার লিখে এগুলোকে আয়ত্তে আনতে হবে।
• বড় বড় বাক্য কে এক লাইনে না রেখে ভেঙ্গে ভেঙ্গে লিখতে হবে। মনে রাখতে হবে পাঠক কখনো পাশাপাশি স্ক্রল করতে পছন্দ করেনা, তারা উপর নিচে স্ক্রল করে তবে অনিচ্ছায়। লাইন গুলিকে স্ক্রিন এর সাথে সামঞ্জস্য রেখে লেখা কে সাজাতে হবে।
• লেখাটি কে প্রিন্ট করে ঘণ্টা খানেক পরে অন্য কোন পরিবেশে পড়তে হবে। সম্ভব হলে অন্য কাউকে দিয়ে লেখাটিকে পড়িয়ে নিতে হবে। তারপর প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে যাতে লেখাটি আরও পাঠক প্রিয়তা পায়।
• লেখাকে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ও সামঞ্জস্য পূর্ণ হতে হবে, কখনোয় প্রাসঙ্গিক বিষয় বাদ দিয়ে অন্য কিছু বর্ণনা করা যাবেনা। “জেকব নেলসন” এর মতে অনলাইনে কোন লেখা প্রিন্টেড ভার্সন থেকে আকারে অর্ধেক হওয়া উচিত।
• লেখার ফন্ট ও কালার এমন হতে হবে যেন লেখাটি যে সাইটে পাবলিশ করা হবে তার সাথে সামঞ্জস্য হয়। কখনো লেখা গুলিকে বেখাপ্পা রঙ দেওয়া যাবে না।
• কোথাও জটিল শব্দ (স্বাভাবিক ভাবে বুঝতে যেগুলো অসুবিধা হয় ) প্রয়োগ করা যাবে না। যদিও করতে হয় সেখানে অর্থ বোঝার জন্য কোন রেফারেন্স দিয়ে দিতে হবে।
এগুলো মেনে চললেই কোন লেখা অনলাইনে প্রকাশের যোগ্য হিশাবে বিবেচিত হবে।
আরও বিস্তারিত সহযোগিতার জন্য ফেসবুকে জয়েন করুন।
facebook.com/groups/creativeit/
©somewhere in net ltd.