নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

নারীদের জন্য গ্রাফিকস ও ওয়েবডিজাইন প্রশিক্ষনে স্কলারশীপ

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

বাংলাদেশের নারীরা এখনও আইটি সেক্টরে ছেলেদের চাইতে অনেক পিছিয়ে রয়েছে। অথচ মেয়েদেরই ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে আসা বেশি জরুরী ছিল। কারন যত কথাই বলি মেয়েদের পক্ষে বাইরে গিয়ে কাজ করা এবং পরে বাসাতে এসে সংসার সামলানো, সব কিছুই অনেক কঠিন হয়ে যায়। তথ্য প্রযুক্তি এখন সবকিছু খুব সহজ করে দিয়েছে। সেটি মেয়েদের গ্রহন করা উচিত। মেয়েরা তাদের মেধাকে কাজে লাগিয়ে ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে সংসারের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং পাশাপাশি সংসারের অন্য কাজগুলোও ভালভাবে সম্পন্ন করতেও সমস্যা হবেনা।



নারীদেরকে আউটসোর্সিংয়ের ব্যাপারে সচেতন করা এবং আইটি সেক্টরে আরও বেশি যুক্ত করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের এবং টেকটিউনস সহ অন্য জনপ্রিয় আইটি ব্লগ যারা আইটিতে দক্ষ লোক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের এগিয়ে আসা দরকার। আমিও অনেকের কাছ থেকে সেই ধরনের আহবান শুনে আসছিলাম। সেইজন্য আমার প্রতিষ্ঠান আইটিতে প্রশিক্ষণ প্রদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে সম্পূর্ণ বিনামুল্যে ১০০ জন নারীকে প্রশিক্ষনের পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী হিসেবে তৈরির উদ্যোগ নিয়েছি।এ ব্যাপারে স্কলারশীপ ঘোষনা করা হয়েছে, যা ইতিমধ্যে বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাগুলোতে সংবাদ আকারে প্রকাশ পেয়েছে এবং ব্যাপক সাড়া পড়েছে নারী সমাজের ভিতর।



শুধুমাত্র প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও ওয়েবডিজাইন কোর্সের উপর এ স্কলারশিপ দেয়া হবে।



কোর্সগুলোতে যা যা থাকবে



প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন কোর্স



কোর্স বিস্তারিতঃ powerpoint presentation, adobe photoshop, adobe illustrator, adobe indesign, adobe flash(basic)

ক্লাশ সংখ্যাঃ ৪২

কোর্স মেয়াদঃ ৪ মাস



রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কোর্স



কোর্স বিস্তারিতঃ photoshop, html5, css3, javascript (basic), jquery (basic), wordpress theme customize

ক্লাশ সংখ্যাঃ ৪২

কোর্স মেয়াদঃ ৪ মাস



অতিরিক্ত সংযুক্তিঃ আউটসোর্সিং কোর্স



এই কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই কোর্সটি ভালভাবে সম্পন্ন করার পর যে কেউ দেশে ও বিদেশে সরাসরি কর্মসংস্থানে প্রবেশ করতে পারে। সেজন্য কোর্সের সাথে আউটসোর্সিং কোর্স যুক্ত থাকবে। এবং পরবর্তীতে সারাজীবন এ ব্যাপারে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে যাবতীয় সহযোগীতা করা হবে।



আউটসোর্সিং কোর্সে যা থাকছে



জেনে নেয়া যাক, আউটসোর্সিং কোর্সে কোন কোন ওয়েবসাইটে কাজ করা শিখানো হবেঃ

99designs.com, freelancer.com, odesk.com, elance.com fiverr.com, peopleperhour.com



ক্লাশ সংখ্যাঃ ৮



কারা পাবেন এই স্কলারশীপ?



বাংলাদেশে বসবাসরত নারী যাদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যাদের কম্পিউটারের বেসিক জানা আছে তারাই বিনামূল্যের এই স্কলারশিপ গ্রহনের সুযোগ নিতে পারবেন। এর আওতায় ছাত্রী, গৃহিনী, কর্মজীবি, বেকার যে কেউ আবেদন করতে পারবেন। তবে মেধাবী ও আর্থিকভাবে অক্ষম নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ১০০ জনের বেশি আবেদন জমা পড়লে সেখান থেকে বাছাইকৃত ৩০০ জনকে নিয়ে ৩টি ক্লাশ করানো হবে এবং সেই তিনটি ক্লাশের উপর ভিত্তি করে পরীক্ষা নেয়া হবে। সেই পরীক্ষা থেকে বেছে নেয়া হবে ১০০ জন নারীকে।





কিভাবে আবেদন করবেন?




আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, যোগ্যতা পরিমাপের প্রথম ধাপ এটি। আবেদনে জন্য ক্রিয়েটিভ আইটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি ফরমের ব্যবস্থা করা হয়েছে।



আবেদন ফরমের লিংকঃ http://creativeit-inst.com/apply.php



শেষ কথা



সম্পূর্নরুপে ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে বাইরে গিয়ে নিজের দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নিয়েছি। ব্যবসায়িক চিন্তাভাবনা থাকলে অনেক প্রতিষ্ঠান থেকে স্পন্সর নেয়া সম্ভব ছিল। ইতিমধ্যে অনেকে স্পন্সরের ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তাদের শর্তগুলো মানতে গেলে দক্ষ নারী তৈরির লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে যাবে। সবাইকে এ উদ্যোগে সহযোগিতা করার জন্য আহবান করছি। আশা করি সবাই এ পোস্টটিকে ফেসবুকে শেয়ার করে সবাইকে জানাতে সহযোগিতা করবেন।



কারও এ স্কলারশীপের ব্যাপারে আরও বিস্তারিত জানার থাকলে ফেসবুকে গ্রুপে এসে প্রশ্ন করতে পারেন।



ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/creativeit/



বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদের লিংক শেয়ার করলাম।

১। ইত্তেফাকঃ Click This Link

২। প্রথম আলোঃ Click This Link

৪। নয়াদিগন্তঃ Click This Link

৫। অর্থনীতি প্রতিদিনঃ Click This Link

৬। আলোকিত বাংলাদেশঃ Click This Link

৭। প্রিয় টেকঃ Click This Link

৮। prime news: http://primenews.com.bd/details/16543

৯। The News Today: Click This Link

১০। The financial Express: Click This Link

১১। Bangladesh Sangbad Sangstha: Click This Link



সৌজন্যেঃ ক্রিয়েটিভ আইটি ইন্সটিউট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

হাসান আিরফ বলেছেন: যদি পুরোটা কোর্স অনলাইন ভিত্তিক হত তাহলে আপনার উদ্দেশ্য মনে হয় বেশি সফল হত। ট্রাই করে দেখেন কোন প্লাটফর্ম তৈরি করা যায় কি না! শুভকামনা রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

মোঃ ইকরাম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা অনলাইনে ট্রেনিংয়ের সর্বলেটেস্ট প্রযুক্তি বাংলাদেশে চালু করতে যাচ্ছি। সেটাও আমরা এই কোর্সের সাথেই চালু করব। ঢাকার বাইরে মানুষদেরকে আইটিতে এক্সপার্ট করতে পারলে ঢাকার উপর চাপও কমত। সেজন্যই সেই চেষ্টা করতেছি। দেখি কতদূর কি কি করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.