![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইনে কাজ করবেন, কিন্তু গুগল ব্যবহার করেননা, সেটা হতেই পারেনা। নিয়মিত সবাই গুগলে প্রয়োজনীয় অনেক কিছু সার্চ করি। কিন্তু গুগলের অনেক গুপ্ত টেকনিক না জানা থাকার কারনে আমরা দৈনন্দিন কাজে গুগলের সার্চের উপর ১০০% নির্ভর করতে পারছিনা। আজকে ১০টি টিপস দিব। পুরোটুকু পড়ে দেখেনতো, কোন কিছুর জন্য আর অন্য কারও কাছে নির্ভর করতে হবেনা আর কোন দিন।
১। পছন্দের গান কিংবা মুভি খুজবেন, টেকনিকটি জেনে নিনঃ
বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।
পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) bangladesh james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james । অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।
২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ
বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।
পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf
৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ
কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define লিখে দিন। যেমনঃ define: scholarship
৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ
উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km
৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ
প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ USD in BDT
৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ
কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time Sydney লিখে সার্চ করুন।
৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ
স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather Sydney লিখে সার্চ করুন।
৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ
ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।
পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : sydney
৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ
হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।
পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।
১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ
আপনি যদি মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।
পদ্ধতিঃ প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ Mirpur, Dhaka, Bangladesh লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।
বাকিগুলো জানতে জেনেসিস ব্লগ থেকে ঘুরে আসতে হবে।
ব্লগের লিংকঃ জেনেসিস ব্লগ
ফেসবুকগ্রুপে সংযুক্ত থাকুন, শিখতে পারবেন অনেক কিছু।
ফেসবুকঃ ক্রিয়েটিভ আইটি লিঃ
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
আলী খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ..........
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩২
পথ-হারা এক পথিক বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.......।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯
চারশবিশ বলেছেন: আমার খুবই উপকার হল
অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২
দালাল০০৭০০৭ বলেছেন: ভাল লাগল জেনে ।