![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনকাম করা আর স্কীল হওয়া দুটি আলাদা বিষয়। আমি সবসময় ইনকাম করার চাইতে স্কীল হওয়াটাকেই বেশি জোর দেই। অনেকেরই সেজন্য অপছন্দ। আমরা সবাই ইনকাম করাটাকেই বেশি পছন্দ। ইনকাম করার উপায়গুলো খুব দ্রুত ইনকাম দেয় ঠিকই, কিন্তু সারভাইভ করে কম। আর স্কীল যারা, তাদের স্থায়িত্ব হয় অনেক বেশি।
আবার ইনকাম করার বিষয়ে যারা কথা বলে তারা জনপ্রিয় হয় বেশি, স্কীল হওয়ার জন্য যারা বলে, তারা এত দ্রুত জনপ্রিয় হয়না।
উদাহরন দেই: ডেসটিনি, ইনকাম করার উপায় শিখিয়েছে, খুব দ্রুত তারা জনপ্রিয় হয়ে গেল। তাদের স্থায়ীত্ব ছিলনা্।
বর্তমানেও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে উদাহরণ যদি দেই,
মুভি ডাউনলোড সাইট নিয়ে ব্লগ সাইট। ইনকাম হবে খুব দ্রুত। কিন্তু এটাকে সেই অর্থে বড় লেভেলের স্কীল বলতে পারেননা। ব্লগিংয়ের ক্ষেত্রে স্কীল হচ্ছে, আপনি সুন্দর কোয়ালিটি সম্পন্ন, মানুষকে নাড়িয়ে দেওয়ার মত আর্টিকেল লিখতে পারেন। এমানের আর্টিকেল লিখতে হলে অর্থাৎ এ স্কীল অর্জন করতে হলে অনেক প্রাকটিস করতে হবে। এ স্কীল অর্জন করতে হলে শুরুর দিকে সেই অর্থে ইনকাম হবেনা। কিন্তু স্কীলটা অর্জন হয়ে গেলে, সারাজীবন সকলক্ষেত্রেই রাজা হয়ে থাকবেন।
আবার ইউটিউব মার্কেটিংয়ের জোয়ার চলছে। সেখানেও কনটেন্ট নিয়ে প্রাকটিস করার উৎসাহ দিয়ে স্কীল করা হচ্ছেনা, ইনকামটাই বেশি জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশের একটা ছেলের করা কাজ। এ মানের কনটেন্ট তৈরিতে উৎসাহ, চেষ্টা, স্বপ্ন আমার থাকে। কিন্তু এ মানের কনটেন্ট তৈরিতে যে স্কীল অর্জন, চেষ্টা থাকতে হবে, তা সময় সাপেক্ষ ব্যপার, ইনকাম দেরিতে, কিন্তু যখন পারবেন, তখন এ স্কীল আপনাকে সারাজীবনের নিশ্চয়তা দিবে। কিন্তু এ স্কীল সম্পন্ন লোক তৈরি করতে চাই, সেজন্য আমি জনপ্রিয় হবোনা, শর্টকাটে কালকেই পাওয়া পয়েন্ট দিয়ে, কিংবা ভিডিও কাটিং করে কিংবা রেকর্ডিং করে ভিডিও বানিয়ে ইনকাম করতে পরামর্শ দিলে অনেকেই সন্তুষ্ট থাকবে। কিন্তু অভিজ্ঞ হিসেবে, আমি জানি, একটা সময় পর, অনলাইনে সারাবিশ্বের কাছে ফালতু মানের ভিডিওগুলো কিংবা ফালতু মানের আর্টিকেলগুলো বাংলাদেশীরাই বানায় এ তকমা লেগে যাবে। যা এখন অনেকের ইনকামসোর্স হলেও একটা সময়ে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। আসুন, বাংলাদেশ থেকে মান সম্মত, ভেল্য ক্রিয়েট করে, সুন্দর প্রেজেন্টশনসহ আর্টিকেল, ভিডিও কনটেন্ট আপ করি। ইনকামসোর্স না শিখিয়ে এ ধরনের মানসম্মত জিনিস তৈরির স্কীল তৈরিতে নিজেরাও মনযোগী হই, অন্যকেও উৎসাহিত করি।
ইনকাম প্রত্যেকেরই প্রয়োজন। স্কীল না হয়েও ইনকাম অবশ্যই করা যায়। কিন্তু স্কীল হওয়ার ছাড়া ইনকামের স্থায়ীত্ব অনেক কম হয়। আশা করি আমাদের জীবন ১-২বছরের না। জীবন ইনশাল্লাহ ৫০-৬০বছরের। সুতরাং ইনকামের ধান্ধাতে পড়ে স্কীল না হয়ে ইনকাম শুরু করলেন, সফলও হলেন। ফলাফল ১-২ বছর বিরানী খেলেন। এরপর মুড়ি কিনে খাওয়ার টাকাটাও নাই। পরিকল্পনা করুণ লং টাইম। এখনইতো স্কীল হওয়ার সময়। স্কীল হওয়ার জন্য এখনের এ পরিশ্রমের ফল সারাজীবন পাবেন। স্কীল না হলে ২-৩ বছরের পর সারভাইভ করা খুব কষ্টকর হয়ে যাবে।
২| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫১
ডঃ এম এ আলী বলেছেন: স্কীল না হলে ২-৩ বছরের পর সারভাইভ করা খুব কষ্টকর হয়ে যাবে।
খুব সুন্দর লিখেছেন
দক্ষ না হলে ২-৩ বছরের পর টিকে থাকা সত্যিই কষ্টকর হয়ে যাবে।
৩| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাল লিখেছেন
৪| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:০৩
অরুনি মায়া অনু বলেছেন: একমত পোষণ করছি
৫| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:০৪
নিনজা টার্টল বলেছেন: দুটিই দরকার;স্কীল অর্জনের জন্য অনেক সময় ইনকাম এর চিন্তা ছেড়ে দিতে হ্য়।
গুড পোস্ট।
৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২
হোসাইন মোহাম্মদ আনাস বলেছেন: আসলে সফলতা আসে স্কীল এর উপর ভর করে। যদি স্কীল না থাকে তবে সফলতা হয় ক্ষণস্থায়ী মিরাকল।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫০
নতুন বলেছেন: আপনার স্কিল থাকলে আয়ের জন্য চিন্তা করার কথা না। সহমত