নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেকোন স্টুডেন্টরা যখন ট্রেনিং নিতে যায়, কিছুদিন পরই হতাশ শুরু হয়ে যায়। বেশিরভাগ সময় দেখা যায়, তারা কাজেই নামেনি। এসব স্টুডেন্টদের হতাশার কথা শুনলে তাদের সুরে সুর মিলিয়ে অনেকেই ট্রেইনারকে, ট্রেনিংকে দোষারোপ শুরু করে দেয়। আসলে পিছনের গল্প জানার চেষ্টা করেনা। আজকের একজনের সাথের চ্যাটিংয়ে কথোপকথনের পর ৪টি পয়েন্ট বলেছি, তার নিজের পরিবর্তনের জন্য। সবারই এ তিনটি পয়েন্ট মনে রাখা উচিত। জীবন পাল্টিয়ে যাবে।
নং ১: আপনি শুরুতে বলেছেন কিছুই শিখেননি, পরে আবার ৫টা বিষয় শিখছেন বলছেন। মানুষের ব্যার্থতার অন্যতম কারন, তারা যেটা নাই, সেটা নিয়ে আফসোস করে, যেটা আসে, সেটাকে পাত্তাই দেয়না। আপনি যা যা শিখেছেন বলছেন, শুধুমাত্র সেগুলো ১টা দিয়েই মাসে ৫০,০০০-২ লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু তারপরও আপনার কোনটা শিখায়নি, সেটার আফসোসে এত দামী স্কীলটার কথাই ভুলে গেছেন্। কীওয়ার্ড রিসার্চ, ভিডিও মার্কেটিং শিখেছেন, সেটাই ইনকামের জন্য যথেষ্ঠ।
নং ২: আপনি বলতেছেন, কেউ এক সেন্টও ইনকাম করেনি। এ দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে। অনেক ক্ষতিকর এ দৃষ্টিভঙ্গি। চিন্তা করবেন, আমি শিখেছি। খুব ভালভাবে শিখবো। ভালভাবে শিখলে আজ ইনকাম না হোক, একদিন না একদিন ইনকাম হবেই। ইনকামটা না, কাজটা ভাল শিখছি কিনা সেটার দিকেই ফোকাস রাখতে হবে।
নং ৩: গুগলিং করতে বললেই অনেক স্টুডেন্ট তার ট্রেইনারকে খারাপ চোখে দেখে। কিন্তু যে ট্রেইনার গুগলিং করাতে অভ্যস্ত না করায়, তাদেরকে সবচাইতে বাজে ট্রেইনার হিসেবে দেখি। কারন যখন গুগলিংয়ে অভ্যস্ত করায় স্টুডেন্টদের, তখন স্টুডেন্টদের ব্রেন খুলতে থাকে। জগতটা তার কাছে বড় হয়ে যায়। আর যে ট্রেইনার গুগলিং করতে অভ্যস্ত করেনা, তাকে বাজে ট্রেইনার হিসেবে আমি মার্ক করি, কারন সে স্টুডেন্টকে প্রতিবন্ধী বানিয়ে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে।
নং ৪: আপনি পরে বললেন, শিখছি, কিন্তু দক্ষতো হইনি। একজন ট্রেইনার রাস্তা শিখাতে পারে। নিজে প্রচুর প্রাকটিস করে দক্ষতা অর্জন করতে হয়। যখন যা ট্রেইনার থেকে পেয়েছেন, সেটার উপর গুগল এবং ইউটিউব থেকে অন্য রিসোর্সগুলো বের করে পড়তে হবে। সেগুলো নিজে করতে হবে। নিজে করতে গিয়ে অনেক সমস্যাতে পড়বে, যা হয়ত ট্রেইনার বলেননি। সেই বিষয় নিয়ে অনলাইন থেকে সমাধান বের করতে হবে। এরকমভাবেই শিখতে হয়। ট্রেইনার সব করে দিবে, সেটা আশা করা মানেই নিজের ক্ষতি।
সবশেষে মনে রাখবেন, সবকিছু হয়ত প্রত্যাশামত পাবেননা। ট্রেইনার কিংবা ট্রেনিং মান প্রত্যাশামত হয়ত পাবেননা। কিন্তু সেটি নিয়ে আফসোস করলে নিজেরই পিছিয়ে পড়ার কারন হবে। সুতরাং যেটুকু পেয়েছেন, সেটুকুর উপর ভিত্তি করে নেমে যেতে হবে। মাঠে না নামলে সবসময়েই অন্যের ব্যাপারে অভিযোগ তৈরি হবে।
©somewhere in net ltd.