নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

বেকার থাকার পক্ষে আপনার ৩টা অজুহাতের কঠিন জবাব

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

আমাদের দেশের কিছু আশ্চয বিষয়। বেকার থাকবে, দরিদ্রতার দোহাই দিয়ে অন্যের দয়া (পড়ুন ”ভিক্ষা”) নিয়ে চলবে। আর এ অবস্থার তৈরির পক্ষে বিভিন্ন রকম অজুহাত রেডি করবে। কাজ করবে না, পরিশ্রম করবে না।
গত কালের ১টা পোস্টের কমেন্ট হতে ৩টা অজুহাত খুজে পেলাম। সেগুলো জবাবগুলো দেই। একটু সবাই শেয়ার করে দিয়েন, যাতে কয়েকজন হলেও এ অজুহাতগুলো হতে বের হতে পারে।

১ম অজুহাতঃ সবাইতো আর ফ্রিল্যান্সিং করবে না। সবারতো এ দিকে আগ্রহ নাই। তাহলে যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ নাই, তারা কি বেকার থাকবে?
উত্তরঃ ভাই, ফ্রিল্যান্সিং মানে কি সেটা জানা দরকার, তাহলে এ শব্দটা নিয়ে আপনার যেই অ্যালার্জি সেটা দূর হবে। ফ্রিল্যান্সিং মানে অফিসে না গিয়ে বাসাতে থেকেই চাকুরি করা। তার মানে কি সবার চাকুরি করার ইচ্ছা নাই নাকি সবার ঘরে বসে চাকুরী করার ইচ্ছা নাই? আমি এ মুহুর্তে ৪টা পত্রিকার সাথে আর ১টা টিভির হয়ে কাজ করছি, তাদের অফিসে যেতে হচ্ছে না। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং জব। এরকম জব করতে কেন সমস্যা? অফিস যেতে হচ্ছে না দেখে। এ ৪টা অফিসে গিয়েও আমার জব করার সুযোগ রয়েছে, তারা মানা করবেনা।
আমার অধীনস্থ হিসেবে , সদ্য HSC পাশ করা ১জন কাজ করছে, যার কাজ হচ্ছে পত্রিকার নিউজ লিংকগুলো ফেসবুকে বিভিন্ন গ্রপে শেয়ার করা। আর সেই সাথে অফিসিয়াল পেইজের পোস্টে কেউ উল্টোপাল্টা কমেন্ট করলে সেটা ডিলিট করা। এর বিনিময়ে সে ইনকাম করছে। আর এটা সে করছে ঘরে বসেই। এ কাজও করতে সমস্যা রয়েছে? আপনি প্রযুক্তির সব কিছুই ব্যবহার করবেন, যদি বলা হয়, প্রযুক্তিকে ব্যবহার করেই চাকুরিটা করতে, তখনই কেন সমস্যা? নাকি এটা অজুহাত?
♦২য় অজুহাতঃ সবাইতো আর নিজেকে দক্ষ করতে কিংবা নিজের পায়ে দাড়াতে ১জনের সাপোর্ট দরকার, সেটা পায়না?
উত্তরঃ অজুহাতগুলো থেকে বের হয়ে আসুন, রাস্তা পেয়ে যাবেন। এত অজুহাত, আফসোস বাদ দিন। পঙ্গু, ঘর থেকে বের হতে পারেনা, এরকম ২টা ছেলের গল্পও লিখেছি, তারাও বেকার নাই, ফ্যামিলির সব চাইতে বড় ইনকাম সোর্স সে। অনেক মেয়েকে পেয়েছি, যারা নিজে চেষ্টা করতে করতে অনেক ইনকাম করছে, কোন অজুহাত দেখিয়ে কারও পথ চেয়ে বসে ছিলোনা।
রাঙ্গামাটিতে গিয়ে দেখলাম, যেখানে েইন্টারনেটের অবস্থা খারাপ। সেখানেও কমপক্ষে ২০জন পেলাম, যারা অনলাইন হতে এখন মাসে গড়ে ৪০ হাজার-১লাখ টাকা ইনকাম করছে। যাদের গল্প বললাম, এদের প্রত্যেকের অনেক অনেক অজুহাত ছিলো, কিন্তু শুধু একটা বিশ্বাস ছিলো, আমার জীবন পরিবর্তন আমার নিজেকেই করতে হবে, কারও দয়ায় বাচা যাবেনা। আর এ বিশ্বাসের কারনেই তারা তাদের অর্থনীতিক অবস্থা পরিবর্তনের রাস্তা ঠিক খুজে পেয়েছে।


♦৩য় অজুহাতঃ পিসি নাই, কারেন্ট নাই, ইন্টারনেট নাই ইত্যাদি ইত্যাদি অজুহাতের কারনে বেকার হতে মুক্ত হতে পারছিনা, তাই দারিদ্রতার গল্প প্রচার করে যাচ্ছি।
উত্তরঃ আপনি আপনার দরিদ্রতার গল্পটা ফেসবুকে বলতে পেরেছেন, তার মানে পিসি , কারেন্ট, ইন্টারনেট না থাকলেও ফেসবুক আছে। এটাই আপনার জন্য অস্ত্র। এ ফেসবুকটাকেই ব্যবহার করেই মোবাইলেই ইনকামের পথে নেমে যান, এটা নিয়ে ভিডিও করেছিলাম আমি। সেই ভিডিও (https://www.youtube.com/watch?v=r2y143PvCZc, https://www.youtube.com/watch?v=dTSID-jVCFs) অনুযায়ি কাজ করতে পারেন। দেখেন ইনকামের রাস্তা পেয়ে যান কিনা?
অজুহাত মুক্ত হয়ে চারিদিকে তাকান। বর্তমান যুগ, পুরো যুদ্ধের ময়দান। আমার এখন সব ধরনের সুযোগ আছে, এরপরও যুদ্ধ করেই ভাগ্যটাকে পরিবর্তন করছি। সুতরাং আপনি কি নাই, সেটা থাকলে জীবন পরিবর্তন করে ফেলতেন, এ বিশ্বাসটা এ আফসোসটা দূর করে ছোট টার্গেট সেট করেই যুদ্ধে নেমে পড়ুন। দেখবেন, রাস্তাটা খুজে পাবেন।
প্লিজ, আমার হাত নাই, আমাকে ভিক্ষা দেন, এ স্টাইলে ভিক্ষা চাওয়ার অভ্যাসটা পরিবর্তন করুন। সময় চলে যাচ্ছে। নেমে পড়ুন, জীবন যুদ্ধে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

টিয়া রহমান বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া, এরকম একটা যুগোপযোগী পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

মোঃ ইকরাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি নিজের বন্ধুদের শেয়ার করে, তাদেরকে সচেতন করবেন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: আপনি সেমিনার বা কোন ট্রেনিংএ ভাল বক্তৃতা করতে পারেন বলে মনে হচ্ছে।
আপনার অনেক পড়ালেখা আছে নিশ্চয়ই।

শুভকামনা রইল।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

মোঃ ইকরাম বলেছেন: ভাল কমেন্ট। ধন্যবাদ ভাই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টটা আপাতত বাকসে তুলে রাখি

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ ইকরাম বলেছেন: শুধু নিজের সংরক্ষনে না রেখে অন্যদের সাথে ও শেয়ার করবেন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

রাকু হাসান বলেছেন:

কথাগুলো ভালো বলেছেন । ভিডিও’র পরামর্শ খুব সুন্দর দিয়েছেন । আপনার মানসিকতা খুব ভালো । ভালো পোস্ট।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

মোঃ ইকরাম বলেছেন: এরকম কমেন্ট আরো পোস্ট করার আগ্রহ বাড়িয়ে দেয়।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি মানতে পারলাম না।
কিন্তু আমি কোনো তর্কে যাব না।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

ঢাকার লোক বলেছেন: সবাইকে কম্পিউটারে কাজ করতে হবে তাও না, আরো অনেক কাজই আছে যা যে কেউ করতে পারে, লেখা পড়া, টাকা পয়সা খুব বেশি না থাকলেও ক্ষতি নেই , থাকতে হবে মনোবল আর কাজ করার ইচ্ছা . কিছুদিন আগে এই ব্লগেই দেখেছিলাম কে যেন তার বন্ধুর কথা লিখেছিলেন, যিনি ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতেন ঝালমুড়ি বেচে, এখন স্পেনে এক বিশ্ব জুড়ে ব্যবসা সফল এক কোম্পানির মালিক ! সততার সাথে করলে কোনো কাজকে ছোট করে দেখার অবকাশ নেই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.