নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

বিএনপি ক্ষমতাতে আসলে দেশ কতটা ডিজিটাল থাকবে?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

আন্দালিব পার্থের একটা টকশোতে দেখলাম, উনি বলছেন, দেশটা ডিজিটালাইজড হয়েছে, সেটা সময়ের অবদান। এ যুগটাতে অটোমেটিক সবাই সকল কাজে ডিজিটাল পদ্ধতেটাই অবলম্বন করবে, তাতে আওয়ামিলীগের কোন অবদান নাই।
তাহলে আমিতো বিএনপি প্রচার প্রচারণাতে কোন ডিজিটাল পদ্ধতির ছোয়া দেখতে পাচ্ছিনা। এ যুগের সাথে তাল মিলিয়ে আওয়ামিলীগের অফিসিয়াল পেইজ কিংবা তাদের বিভিন্ন নেতৃবৃন্দের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসগুলো দেখুন। দেখলে বুঝাই যাচ্ছে, তাদের সোশ্যালমিডিয়া অ্যাক্টিভিটি মেইনটেইন করার জন্য প্রফেশনাল টিম রয়েছে। আর এরকম প্রফেশনাল টিম দেখে বুঝাই যায়, আওয়ামিলীগ যতটা ডিজিটাল যুগকে নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছে, ফিল করতে পেরেছে, অন্য দলগুলো ততটা ধারণ করতে পারেনি। প্রফেশণাল ভিডিও, ইনফোগ্রাফিক ডিজাইন করে তাদের ভ্যারিফাইড পেইজগুলোতে পোস্ট হচ্ছে, যা প্রচুর তরুণদের আকর্ষন করছে।
অন্যদিকে বিএনপি - জামায়াতের ডিজিটাল মাধ্যমে কোন প্রচার প্রচারণার উদ্যোগতো দূরের কথা, তাদের শীর্ষ স্থানীয় কোন লিডারের অফিসিয়াল পেইজতো দূরের কথা, অনেকের ফেসবুক আইডিও নাই। নিজেরাই যদি ডিজিটাল পদ্ধতিকে ধারণ করতে না পারে, তাহলেতো তরুণ সমাজ তাদেরকে ক্ষমতাতে দেখতে আগ্রহী হবেনা। কারণ যারা নিজেরাই ডিজিটাল পদ্ধতি ধারণ করেনা, তার মানে ডিজিটাল যুগের গুরুত্ব নিজেরাই বুঝেনা। তারা কিভাবে ক্ষমতাতে আসলে তরুণদের জন্য বর্তমান সরকারের মত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইটি বিষয়ক বিভিন্ন উদ্যোগগুলোতে ইনভেস্ট করবে। আর এটা অবশ্যই সত্য, এ সরকার আমলে আইটিতে এত গুরুত্ব না দিলে দেশের বেকারত্বের অবস্থা আরো অনেকগুন খারাপ হতো। ভবিষ্যত সরকার সেই উদ্যোগ না নিলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, সেটা একটু ভাবলেই বুঝা যাচ্ছে।
*** সত্যটা উপলব্ধি করুন, তাহলেই দেশ পরিবর্তন হবে। দলকানা হয়ে কোন কিছুকে মেনে নিলে দেশের পরিবর্তন আসবেনা। আপনি বিএনপি কিংবা আওয়ামিলীগ করেন, সেজন্য তাদের দলের সকল ভুলগুলোও আপনার চোখে ভাল মনে হলে, দেশটার ভবিষ্যত দিনে দিনে খারাপের দিকে যাবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: পার্লামেন্টে আইনজীবিদের সংখ্যা কমে
যাওয়ায় রাজনীতিতে ক্রাইসিস তৈরি হয়েছে ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

পাজী-পোলা বলেছেন: "বিএনপি ডিজিটাল পদ্ধতি অবলম্বন করলে আওয়ামিলীগ বলবে, এই যে তারা (বিএনপি) ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা করছেন এটা কার অবদান? আমরা দেশকে ডিজিটাল করেছি বলেই তারা আজ ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা করতে পারছেন।"
এই জন্য বিএনপি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে না।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:

বিএনপি যতই বলুক তারা ডিজিটাল হয়েছে । সেটা তারা কাজে প্রমান করতে পারেনি ।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: পার্থের সব কথা ফেলে দেওয়ার মতোও না। আধুনিকতার ছোয়া সারা বিশ্বে লেগেছে। এইসব মোবাইল, ইন্টারনেট এখন প্রায় সারা বিশ্বে আছে।
মোবাইল, ফেবু সব বড়বড় কোম্পানিগুলো নিজেদের স্বার্থে সারা বিশ্বে এসব ছড়িয়ে দিচ্ছে।
তবে আওয়ামী সরকার আইটি সেক্টরে ইনভেস্ট করেছে, বেকারত্ব কমানোর জন্য নানা প্রকল্প চালু করেছে। যদিও দুর্নীতি, অনিয়মের কারণে তেমন ভালো ফলাফল আসছে না।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারপরও তো সবাই বিএনপি-কে ক্ষমতায় আনতে চায়। সব বোকা মানুষের দল...

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

আরমান শুভ বলেছেন: ডিজিটাল আওয়ামীলীগ করেনি পুরা দুনিয়া এখন ডিজিটাল। সস্ত চায়না মেড এর জন্য ডিজিটাল ডিভাইস এখন দেশের সবার হাতে হাতে। আওয়ামীলীগ বিএনপি এর সাথে ডিজিটাল এর কোন সংযোগ নেই।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: আমাদের দেশ সারা বিশ্বের ১৩৩ দেশের মধ্যে মোবাইল ইন্টারনেট স্পিডে ১১৩ তম এবং ৮৭তম ব্রডব্যান্ড স্পিডে । পাবলিক ওয়েবসাইট রেজাল্ট প্রকাশের দিন ক্রাশ খায় ।এই হল ডিজিটাল সেবা ।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৬

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: সময়ের অবদান কথা টা কিন্তু একেবারে খারাপ বলে নাই। আপনি এমন কি আফ্রিকার অনেক অনুন্নত দেশেও তথ্য প্রযুক্তির ব্যভার দেখবেন। কথা টা হচ্ছে কোন উন্নয়ন পৃথিবী ব্যাপি আসলে সেটার ছিটা ফোটা সবার গায়েই লাগবে কিন্তু তাই বলে আওয়ামীলীগের অবদান অস্বীকার করার সুযোগ নেই। :)

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: কোথায় কি পান্তাভাতে ঘি।

যেখানে বিএনপির কোন নির্বাচনী প্রচারণাই দেখা যাচ্ছেনা সেখানে অনলাইনে তাদের নির্বাচনী প্রচারণার মানদণ্ড মূল্যায়ন করা হচ্ছে, কেমন যেন হাইস্যকর ব্যপার না ;)

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি নেতা নেত্রীরা শুরু থেকেই টেকনোলজি অনিচ্ছুক দল।
আগে বহু সুযোগ হেলায় হারিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.