নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ছোয়া

একটু ছোঁয়া

Facebook ID : [email protected]

একটু ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

হরতাল.।.।.।.।।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

গণতন্ত্রের ট্রেনিং দেয়া প্রয়োজন রাজনৈতিক দগুলোর। প্রয়োজন হরতালের নীতিমালা।

.....................................................

বাংলাদেশের সবচেয়ে সস্তা কমৃসূচির নাম কি? আমি বলি হরতাল। যে কেউ ইচ্ছে করলেই হরতালের ডাক দিতে পারে। আণ্দোলন এই কর্মসূচি এতোই সস্তা যে সমাবেশ করতো না দিলেও........হরতাল। এটা হলো? সবাই বলে দেশের জনগণের প্রয়োজনে আন্দোলন করে। কিন্ত বাস্তবে কি তাই। কাল জামাত হরতাল ডেকেছে কার কথা চিন্তা করে। জনগণের না তাদের নিজেদের?

বদলাতে হবে কথায় কথায় হরতাল ডাকার রীতি। করতে হবে একটা নীতিমালা। এই নীতিমালার বাইরে কেউ হরতাল ডাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন। কর্মসূচি করবে কোনা সমস্যা নেই। কর্মসূচি শেষ হলে সবার সামনে তুলে করবে তাদের ডাকা হরতালের যৌক্তিকতা। আর হরতালের যৌক্তিকতা দেখাতে ব্যর্থ হলে আইনের আইনের আওতায় আনা হবে সেই দল আর দলের সেই নেতাকে, যে হরতাল আহ্বান করবে দলের পক্ষে। থাকবে কঠোর মনিটরিং ব্যবস্থা। সাথে থাকবে শাস্তির ব্যবস্থাও।

আমার বয়স বেশ না। আমার এই বয়সের আমি দেখিনি জনগণের স্বার্থে কোনো হরতাল আদৌ ডাকা হয়েছে কিনা? আমার জানা নেই। আমার মনে হয়, সব হরতাল ডাকা হয় রাজনৈতিক দলের স্বার্থেই। তারপরও তারা বলে জনগণের স্বার্থেই নাকি এই হরতাল। হায়রে রাজনৈতিক দল আর কতো ঘোল খাওয়াবি আমাদের মতো সাধারণ জনগণকে। বল তোরা বল। আমরা আর কতো কাল হবো তোদের স্বার্থের বলি। তোদের এই খেলা শেষ হবে কবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: সমাবেশ করার জন্য জামাত অনুমতি চেয়েছিল তাতো দেওয়া হইনা...বরং যারা গিয়েছিল তাদের মধ্যে কয়েক জন কে আটক করা হয় ....আর প্রতদিন তার নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছে না...

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

একটু ছোঁয়া বলেছেন: রাসূল (স: ) বলেছেন, সে জাতি কখনই সফলকাম হবে না।
যারা তাদের শাসনভার কোন রমনীর হাতে অর্পন করে।
--- বুখারী শরীফ, খন্ড-১০, হাদীস-৬৬১৮, ফিতনা অধ্যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.