নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ছোয়া

একটু ছোঁয়া

Facebook ID : [email protected]

একটু ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

;)নাসিরুদ্দিন হোজ্জা কাহিনী;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

১,

নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন হোজ্জা নিজেও।

হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল, হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ।

দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, ‘দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে’!

হোজ্জা হেসে বললেন, ‘আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই! উনি খোসাশুদ্ধ খেয়েছেন! এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক!’



২,

হোজ্জা একবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এক হেকিমের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন।

কয়েক মাস পর হোজ্জা তাঁর হেকিমের কাছে গেলেন ওই ওষুধ আনার জন্য।

‘আচ্ছা, গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, একেবারেই মনে করতে পারছি না।’

‘তাহলে ওই ওষুধ এখন থেকে আপনি নিজেই খাবেন’, হোজ্জা বিনীত গলায় বললেন।



৩,

হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন মাত্র। গাড়িচালক হোজ্জার কাছে ভাড়া চাইল। শুনে হোজ্জা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল, ‘ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?’

‘আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ!’

‘ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?’

হোজ্জা বললেন, ‘তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?’

‘নিশ্চয়ই দেখেছি।’

‘তুমি কি আমাকে চেনো?’

‘না, চিনি না।’

‘তাহলে কী করে জানলে যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

উদাসীফাহিম বলেছেন: প্রথমটির উতস হল একটি হাদিস। হযরত মুহাম্মদ (সঃ) উনার জামাতা আলির সাথে খেজুর নিয়ে প্রায় একি রকম মজা করেছিলেন

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

দুরন্ত ইসলাম বলেছেন:
রাজাকারদের একটা বাল ছেড়ার সাহস এদেশের কারো হয়নি!

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

শূন্য পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.