নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বুক আশা

একুশে২১

কল্পনা বিলাসী এক ভাবুক

একুশে২১ › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগ আন্দোলন ও আমার দেখা ভবিষ্যৎ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

শাহাবাগ এর গণজাগরণ নিয়ে অনেক লেখা পড়লাম। ভালোও লেগেছে। কিন্তু আমি কিছু লেখা দেখেছি ফেসবুক ও সামুর ব্লগে

যেখানে বলা হয়েছে আন্দোলনের ইস্যু যদি আওয়ামীলীগের বিপরিতে থাকত তাহলে তারা কোনোভাবেই এরকম করতে দিতোনা।

এছাড়া এরকম ধরনের আরো অনেক কথা। যাই হোক তাদের কথার সাথে আমি একমত পোষণ করলাম কিন্তু তাদের কে একটা

কথা বলতে চাই মানুষ আন্দোলন কোনো দলের ইস্যুকে কেন্দ্র করে করছেনা। এটা আমাদের সবার চাওয়া।



আমি এই আন্দোলন থেকে কিছু ভবিষ্যৎ দেখেছি যা আমার আত্মাকে তৃপ্ত করেছে।



প্রথমত আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে

সাধারন মানুষ আন্দোলন করতে শিখলো অন্তত। আমরা তো একরকম আন্দোলন করা ভুলেই গিয়েছিলাম। আমরা শাহাবাগের আন্দোলন থেকে

বুঝতে শিখলাম যে গণআন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। এখন যুদ্ধাপরাধীর বিচারে রাজ পথে নেমেছি হয়তো এমন এক সময়

আসবে তখন বিশ্বজিৎ, পদ্মা সেতু, হলমার্ক, এর মত ইস্যুগুলো নিয়ে জনগন এরকম গণআন্দোলনে নেমে পড়বে। কেউ মানুক আর না মানুক

আমি মানি যে এই গণজাগরণ আওয়ামীলীগ এবং বি,এন,পি সবার মনেই একটা আতঙ্কের সৃষ্টি করেছে। এটাই আমাদের দরকার। অন্তত ভবিষ্যতে

জনগন একটা জাতীয় ইস্যুতে যেকোনো সময় রাজপথে নামতে পারে এই ধারণা দুই দলই পেয়ে গেছে।



দ্বিতীয়ত আরেকটি বিষয় যা আমাদের অতীব জরুরি ছিল তা এই জাগরনের মাধ্যমে হয়ে গেছে। আপনারা দেখেছেন অনেক ছোট ছোট ছেলেমেয়ে যারা

এখন ৭ থেকে ৮ বছরের হবে তারা "জয় বাংলা" আর "রাজাকার" সম্পর্কে ধারনা মনে গেথে নিলো। এছাড়া স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাও

আরও ভালো ভাবে জানল, চিনলো। এই কচি মন গুলোকে আমরা এক ঝাটকায় বুঝিয়ে দিলাম মুক্তিযুদ্ধ কি, রাজাকার আলবদর কি, এছাড়া

তাদের মনে বপন করলাম আন্দোলনের বীজ। এরা আজ থেকে ১৫ বছর পর তরুন হয়ে উঠবে আর প্রয়োজনে ডাক দিবে অন্যায়ের বিরুদ্ধে

গনজাগরনের। কারন আমরাই তাদের শিখিয়েছি।



ধন্য শাহাবাগ, ধন্য গণজাগরণী সকল মানুষ।



জয় বাংলা, রাজাকারদের ফাঁসী হোক।



মন্তব্য ৯ টি রেটিং +০/-১

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: আমরা স্বপ্ন দেখতে ভালবাসি । স্বপ্নই আমাদের সুন্দর আগামীর প্রেরণা যোগায় । শাহবাগ আন্দোলন আমাদের সেই প্রেরণা দিয়েছে । তবে বিভিন্ন ইস্যুতে তীব্র ভাবে বিভক্ত জনমতকে কতটা এক করতে পেরেছে এ বিষয়ে আমার সন্দেহ রয়েছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

একুশে২১ বলেছেন: গনজাগরনে যাদের মাথা খারাপ হওয়ার জোগার তারা জনমতকে বিভক্ত করার চেষ্টা করবেই। আমাদের তাই সচেতন থাকতে হবে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: digital rajakar ra jokhon podma issue, bdr issue, biswajit issue korlo tokhon era kothay chilo.. egulor bichar chay na ken? abar nutun kore khomotay jawar fondi ei shahbag andolon. sob gaja khorer dol. sob rajakar soho digital rajakar der o bichar chai.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

একুশে২১ বলেছেন: আমার মনে হয়না আপনি লেখাটি বুঝতে পেরেছেন। আর আরা রাজাকার তা মানুষ ভালো করেই জানে আবার আওয়ামীলীগকে কেউ ধোয়া তুলসি মনে করেনা। আর বি,এন,পি তো আন্দোলনে নিরব থেকে বুঝিয়েই দিলো তারা কি সুতরাং এক তরফা কথা না বলাই ভালো।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

সংগ্রামী অলস বলেছেন: শাহবাগ আন্দোলন এখন সম্পূর্নই একটি দলের পকেটে..... শাহবাগ নিয়ে যার এখনো স্বপ্নে বিভোর তাদের স্বপ্নভংঙ্গ যত তারাতারি হয় ততই মঙ্গল।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: ;);)ঠিক বলেছো 8):D

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: :):D

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

প্রামানিক বলেছেন: আপনারা দেখেছেন অনেক ছোট ছোট ছেলেমেয়ে যারা এখন ৭ থেকে ৮ বছরের হবে তারা "জয় বাংলা" আর "রাজাকার" সম্পর্কে ধারনা মনে গেথে নিলো। এছাড়া স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাও আরও ভালো ভাবে জানল, চিনলো। এই কচি মন গুলোকে আমরা এক ঝাটকায় বুঝিয়ে দিলাম মুক্তিযুদ্ধ কি, রাজাকার আলবদর কি, এছাড়া তাদের মনে বপন করলাম আন্দোলনের বীজ। এরা আজ থেকে ১৫ বছর পর তরুন হয়ে উঠবে আর প্রয়োজনে ডাক দিবে অন্যায়ের বিরুদ্ধে গনজাগরনের। কারন আমরাই তাদের শিখিয়েছি।

লেখায় চমৎকার বিশ্লষণ। ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

একুশে২১ বলেছেন: অনেক পুরোনো পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। আর অনুধাবন ক্ষমতা প্রশংসার দাবীদার। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.