নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়ামুল আরাফাত রায়হান

ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা

ইলেকট্রিশিয়ান

ট্রান্সফরমার টেস্ট আর রেশিও বের করতেই দিন শেষ, আমি ভাই ব্লগার না।। ইলেক্ট্রিশিয়ান।।

ইলেকট্রিশিয়ান › বিস্তারিত পোস্টঃ

জয়তু বিপিএল ২

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০





টিকেট সংক্রান্ত তথ্যের জন্য লগইন করেছিলাম বিপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে!! হোমপেজে শোভা পাচ্ছে আফ্রিদি নাজিরের ছবি, আমিতো পুরাই কনফিউজড!! একটা ইন্টারন্যাশনাল মানের টুর্নামেন্ট অথচ এর ওয়েবসাইট সেই যে গত আসরে ফাইনালের পর আপডেট হয়েছিল, এখনও ওভাবেই পড়ে আছে!! প্রথম বিপিএলের বিতর্ক ছাপিয়ে যেতে পারত এবারের আসরটাকে সুন্দরভাবে শেষ করতে পারলে, এদেশীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এমনটাই ছিল। পাকিস্তানীরা না আসায়ে অনেকেরই এবারের আসরের ক্রিকেটীয় সৌন্দর্য নিয়ে আশঙ্কা ছিল, তবে লোকাল প্লেয়ারদের পারফরম্যান্স ক্রিকেটীয় দিকটাকে লাইম লাইটের আড়াল হতে দেয়নি। তাই বলে বিতর্ক বিপিএলের পিছু ছাড়বে তাই কি হয়!! গত পরশুর ঢাকা আর চিটাগাঙের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই অনেক সন্দেহ আর বিতর্কের ডালপালা গজিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর এবারেও অসাধরন খেলতে থাকা ঢাকা ফ্র্যাঞ্জাইজির অদ্ভুতুড়ে কিছু ম্যাচ ডিসিশন এবং তারচেয়েও অদ্ভুতুরে ব্যাটিং ভরাডুবিতে!! তিনটি দলে এরই মধ্যে পাঁচবার অধিনায়ক পরিবর্তনের মত মজার খোরাকও দিয়েছে এবারের বিপিএল, অনেকের নাক অবশ্য এর মধ্যেও খুঁজে পাচ্ছে ক্রিকেটের বাইরের অন্যকিছু ;) টিকেটের দাম আর ম্যাচ টাইমের নাচানাচিতে আমার মত অনেকেই ভিমড়ি খাচ্ছেন! এগিয়ে যক বিপিএল ২।।

জয়তু বিপিএল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

পাইলট ভয়েচ বলেছেন: সার্ভার যে এখনও আছে এটাই অনেক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

ইলেকট্রিশিয়ান বলেছেন: ভালো বলেছেন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.