নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমান ছাড়া এত্তেবা হয়না, এত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর

ইমান ছাড়া ইত্তেবা হয়না, ইত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর › বিস্তারিত পোস্টঃ

সিম পরিবর্তন

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

নিজে কিছু লিখার ক্ষমতা নেই বলে কপি পেস্ট করলাম। ভুল হলে ক্ষমা করবেন।



নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন করতে পারবে বাংলাদেশীরা

sim cardমোবাইল ফোনে সিমকার্ড ব্যবহারে ইচ্ছা শক্তির জয় হবে এবার। দরকার হবে না নতুন সিমকার্ড বদলের। খুঁজে পেতে কষ্ট হবেনা প্রিয়জনকে। একাধিক অপারেটরের সুবিধা পেতে পকেট ভর্তি মোবাইল ফোনের ঝামেলাও নেই। নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন করতে পারবে বাংলাদেশীরা। এই পদ্ধতির নাম মোবাইল নম্বর পোর্টাবিলিটি সিস্টেম(এমএনপিএস)। বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকলেও বাংলাদেশে এই প্রথম চালু হতে যাচ্ছে এমএনপিএস সেবা!



বাংলাদেশে এই সেবাটি চালুর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে নম্বর পরিবর্তনের যন্ত্রণা থেকে বাঁচতে ভালো নেটওয়ার্ক, গ্রাহকসেবা ও সুলভ মূল্যের সেবা পেতে যে কোনো গ্রাহক চাইলেই অপরেটর পরিবর্তন করা যাবে। যার ফলে উন্নত সেবা দিয়ে গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছে বিটিআরসি।



বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক রাকিবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা অনুসারে জানায়, মোবাইল অপারেটরদের আগামী ৩ মাসের মধ্যে এমএনপিএস সেবা চালুর জন্য প্রস্তুতি নিতে হবে। ৭ মাস পরে গ্রাহক পর্যায়ে এ সেবা প্রদান শুরু করতে নির্দেশনা দিয়েছে কমিশন। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক আবেদন করেলেই ৩ কর্মদিবসের মধ্যে এ সেবা দিতে অপারেটরগুলো বাধ্য থাকবে। এজন্য সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে তারা। তবে একবার অপারেটর পরিবর্তনের ৪৫ দিনের মধ্যে পুনরায় অপারেটর বদল করা যাবে না।

[link|http://www.1newsbd.com/index.php/technology/19428-2013-08-10-09-05-28

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম।

২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০১

যাফর বলেছেন: ধন্যবাদ। এহসান সাবির ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.