![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই মিথ্যার নাশ, চাই সত্যের উন্মেষ, চাই শান্তির পৃথিবী
নগ্নতা যদি অশ্লীলতা না হয় তবে ধর্ষণ কোনো অপরাধ নয় । কারণ অপরাধই অশ্লীলতা । আর অশ্লীলতা তাই যা সামষ্টিক মানুষের জন্য অকল্যাণকর, ব্যক্তিবিশেষ কল্যাণে-অভিপ্রায়ে গোটা মানবজাতির অকল্যাণ সাধণ অবশ্যই যুক্তিসংগত নয় । তাই যারা নগ্নতা, সমকামিতা ইত্যাদি অকল্যাণকর প্রথা-রুচি-সংস্কৃতি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন তারা দয়া করে তা ঘরে বসে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করুন । ঘরের উঠোন মাড়িয়ে রাস্তায় বেরুনোটা নিতান্ত বোকামি বৈ কিছুই নয় । আপনাদের আন্দোলনকে ঘিরে রাস্তায় দাঁড়ানো দর্শকের হাসি, করতালি দেখে ভাবছেন তারা আপনাদের মন থেকে সমর্থণ জানাচ্ছে? মোটেই না, সার্কাসে যেমন দীর্ঘদিন ধরে চলে আসা একঘেঁয়েমি একই কারসাজির পরিবর্তনে নতুন আইটেম দারুণ চলে আবার পুরনো হলে ফিরে যায় আগের তিক্ততায়, রাস্তার মানুষের কাছে আপনারাও তেমন । যা উপভোগ্য তাতো উপভোগ করে নিচ্ছে । সময় গেলে ফিরেও তাকাবেনা । যে যার ঘরে গিয়ে বলবে, “এই প্রিয়তমা, শাড়িতে তোমাকে দারুণ লাগে ।” আর স্ত্রী বলবে, “দারুণ না ছাই ! ও হ্যা, মা (শাশুড়ী) বলেছে উনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে । বলোনা, কোন শাড়িটা পরবো?”
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৪
স্বপ্নাতুর পুরব বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ । “নগ্নতা যদি অশ্লীলতা না হয় তবে ধর্ষণ কোনো অপরাধ নয় ।” এ বাক্যের সম্পূর্ণতা এই এক লাইনেই সীমাবদ্ধ নয় । সেজন্যই আমি এরপরে সম্পূরক আরো বাক্য উপস্থাপন করেছি । দেখুন- “কারণ অপরাধই অশ্লীলতা । আর অশ্লীলতা তাই যা সামষ্টিক মানুষের জন্য অকল্যাণকর, ব্যক্তিবিশেষ কল্যাণে-অভিপ্রায়ে গোটা মানবজাতির অকল্যাণ সাধণ অবশ্যই যুক্তিসংগত নয় ।” বাক্যে যদিটা লাগানোর কারণ অশ্লীলতার জন্য ধর্ষণ নয় । নগ্নতা-ধর্ষণ দুটোই অপরাধ । আর অপরাধই অশ্লীলতা । । আর অশ্লীলতা তাই যা সামষ্টিক মানুষের জন্য অকল্যাণকর । আমিও কখনোই মানতে রাজি নই যে, অশ্লীলতাই একমাত্র ধর্ষণের জন্য দায়ী । মূলও ধরছিনা । অবশ্যই আনুষঙ্গিক । কারণ, অনেক মানুষ সেক্স চটি পড়ে, সেক্স ভিডিও দেখেই কিন্তু যৌনক্ষুধা মিটানোর চেষ্টা করে । আর এটা অস্বীকার করা জো নেই যে,সেক্স চটি-সেক্স ভিডিওর মূল উপজীব্য বিষয় হলো অশ্লীলতা ।
২| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৭
এহসান সাবির বলেছেন: #তাহলে আপনি কি করবেন?
“এই প্রিয়তমা, শাড়িতে তোমাকে দারুণ লাগে ।” আর স্ত্রী বলবে, “দারুণ না ছাই ! ও হ্যা, মা (শাশুড়ী) বলেছে উনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে । বলোনা, কোন শাড়িটা পরবো?”
সুন্দর লাইন।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৬
স্বপ্নাতুর পুরব বলেছেন:
৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ উত্তরের জন্য।
আমার মনে হয়েছে আপনার মূল বক্তব্য হলো- নগ্নতা অশ্লীলতা পরিহার করা এবং সমাজকে ধর্ষণ মুক্ত করা। এই দুইটা বিষয়ই কোন সুস্থ মানুষের কাম্য নয়।
আমার বক্তব্য অন্য খানে...... ''ধর্ষণ কোনো অপরাধ নয়'' - এই কথাটাই মানতে নারাজ। যাই হোক না কেন ধর্ষণ অপরাধ...!
আগে পিছে যাই থাকুক না কেন কেউ কারো অমতে জোর করে শাররিক সম্পর্ক করা অপরাধ, এমনকি আপনার বউ এর সাথেও। ধর্ম বলেন আর আইন বলেন কোথাও জোর করে কিছু করতে বলা হয়নি।
ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:২৭
স্বপ্নাতুর পুরব বলেছেন: ধর্ষণতো অপরাধই । আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হয়তো আপনি বুঝতে পারেন নি । সে হিসেবে ধরেই নেয়া যায়, লেখক বোঝাতে সক্ষম হন নি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত !
সর্বশেষ একটা কথা- নগ্নতাকে যে শালীন হিসেবে দেখতে তার চোখে ধর্ষণ অপরাধ নয় ।
আবারো আপনাকে ধন্যবাদ ।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:২৭
স্বপ্নাতুর পুরব বলেছেন: শুভ কামনা ।
৪| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৪১
এহসান সাবির বলেছেন: ''নগ্নতাকে যে শালীন হিসেবে দেখে তার চোখে ধর্ষণ অপরাধ নয়''
ভালো বলেছেন। আপনার এই বক্তব্যটা সঠিক হতেও পারে।
যাই হোক আমার মনে হয় নগ্নতা, অশ্লীলতা, ধর্ষণ আপনার আমার কারোরই কাম্য নয়। আমরা সুস্থ সুন্দর সমাজ চাই।
আন্তরিকভাবে দুঃখিত হয়ে আমাকে লজ্বায় ফেলে দিলেন।
ভালো থাকুন সব সময়।
১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:২৪
স্বপ্নাতুর পুরব বলেছেন: আপনিও ভালো থাকুন সবসময় । আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৪
এহসান সাবির বলেছেন: নগ্নতা অশ্লীলতা।
ধর্ষণ অপরাধ।
এখানে 'যদি' কোন অশন নাই।
ধরুন একটা মেয়ে নগ্ন হয়ে অশ্লীলতা করছে, তাহলে আপনি করবেন? তাকে ধর্ষণ করবেন?
কেউ নগ্ন হোক আর অশ্লীলতা করুক আপনি/অন্য কেউ তাকে ধর্ষণ করতে পারে না।
নগ্নতা যদি অশ্লীলতা না হয় তবে ধর্ষণ কোনো অপরাধ নয় । দুঃখিত, মানতে পারছি না।