![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কথা দিয়েছিলে ,'' ঠিকই আবার আসবে ফিরে"
আমি এখনও তাই প্রহর গুনে যাচ্ছি ।
বেশ কয়েক বসন্ত কেটে গেছে ,
কই তুমি তো এখনো এলেনা ।
ভালবাসার কষ্ট বড় বেশি পীড়াদায়ক,
মনের ভিতর ছোট্ট ক্ষতটিকে
আস্তে আস্তে কেবল বাড়াতেই থাকে
নিউক্লিয়ার চেইন-বিক্রিয়ার মত ।
প্রেম করে এক জীবনে বড় ঠকেছি ,
নতুন করে আবার হয়না ।
পারিনা , স্বার্থপরের মত ,বেহায়ার মত
আমি যে বড় বেশি তোমাকে ভালবাসি ।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৩
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য
৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
বিজন রয় বলেছেন: আমি যে বড় বেশি তোমাকে ভালবাসি ।
খাঁটি প্রেম।
+++
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: হ্যা ,ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
ফারিহা নোভা বলেছেন: সুন্দর