নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ প্রেমের অনল

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০০



আমার না হয় এভাবেই কেটে যাবে নির্ঘুম রাতগুলো ,
তোমার চোখে তবু ঘুম থাকুক পূর্ন ।
বিশ্বাসের ঘরে আগুনের লীলা খেলায় ঠকালে ,
না হয় সব কষ্ট আমিই নিলাম, তুমি থাক সুখে ।

তোমার ঠোঁটে একদিন আমার ঠোঁট ছিল ,
উন্মাদের মত ভালবাসা ছিল ।
একসাথে দুজন জ্যোৎস্না দেখতাম পূর্নিমায় ,
মহুয়ার বনে আনন্দ-গানে কাটত মধুর সময় ।


কি দিলে অবশেষে আমায় ,
কি পেলে বিষের নেশায় ।
কষ্ট দিয়ে কিসের এত সুখ পেলে ,
একাকিত্ব কি ভাল আমার চেয়ে ।



আজ আমার সময় কাটে বিষন্নতায় ,
প্রতিটি মূহুর্ত থাকে অমানিশার আঁধারে ডুবে ।
না ভাল লাগে গান , না ভাল লাগে কবিতা
তোমার শুন্যতা কি দিয়ে পাবে পরিপূর্নতা ।


রাত কি থাকে ভাল চাঁদ বিহনে
পাখি কি গায় গান একাকি ভুবনে ।
নদী কি সুখ পায় সাগরের মোহনায় না মিলে ,
তেমনি তোমাকে ছাড়া রহিব আমি কেমনে ।










মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২২

অমিত অমি বলেছেন: গানের লিরিক হয়ে গেল..
ভালো লাগলো।।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: কিছুটা সেরকমই । ভাল লাগল জেনে আপনার অনুভূতি অমিত ভাই

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩২

কালনী নদী বলেছেন: কতা দিয়েছিলে তুমি একদিন,
আমায় রেখে চালে গেলে
একা হয়ে যাব আমি সেদিন!

সেদিনে সাথে আজকের দিনে কবির কথা ছয়ে গেল আমার হৃদয় গভীরে!!!!

ভালোবাসার কবিতায় কস্ঠের মাঝেও বেঁচে থাকার স্বাদ নিতে ভালোই লাগছে ভাই। শুভ কামনা রইল নিরন্তর . . . .

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: কারো একটু ভাললাগাই অনুপ্রেরণা যোগায় । অনেক অনেক ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.