![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বেশ ভালই আছি
যেমন ইচ্ছে তেমন থাকি ।
নিজের মত বাঁচতে শেখাতেই আনন্দ
নিজের মত হাসতে, কাঁদতে পারাই ছন্দ ।
টুকরো টুকরো ভাল লাগা ,
মুক্ত প্রকৃতির কাছে যাওয়া ।
নিজস্ব সত্ত্বাকে খুঁজে পাওয়া
একটা নতুন স্বপ্নের পথে চলা ।
এইত বেশ আছি,
আপন পথে একলাই চলি ।
আঁধার কিংবা আলোর মাঝে
ঠিকই নিজ ঠিকানায় ফিরি ।
২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:০৩
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
একা চলার পথে আনন্দ আছে। মুক্তির আনন্দ!
০১ লা জুন, ২০১৭ রাত ৯:৫৭
শাহারিয়ার ইমন বলেছেন: ঠিক তাই
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর অনুভব। কবিতা ভালো লাগলো। +++++
শুভকামনা আপনার জন্য।