![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটি বিকেল ধার হবে ,
আমার আজলা ভরা উত্তাল নদীটির তীরে
হাঁটব কেবল হাঁটব উদাম দেহে ,
তুমি কেবল মুখ লুকিয়ে হাসবে আর বকবে ।
উদভ্রান্ত আমি ,উন্মাদ আমি
তুমি কেবল শাসন করে
চুপটি করে টানবে কাছে,
না বলা গল্পগুলো নির্লজ্জে বলবে ।
আমার দিন ফুরিয়ে এসেছে ,
হারিয়ে যাব খসে যাওয়া তারাদের ভিড়ে ।
সাঁঝের বেলায় স্বপ্ন খুঁজি
ঘরে ফেরা পাখিদের ফিরে ।
স্বপ্ন বিকিয়ে পথিক আমি
তোমার স্মৃতি বুকে নিয়ে হাঁটি ।
কয়েকটি বিকেল ধার হবে,
নিভে যাবার ক্ষনিক আগে ।
সিক্ত আকাশে উড়ো চিঠি
জানি পোঁছাবেনা তোমার তীরে ,
ভেঙেছ অনেক আগেই লীলা
অনেক মায়ার খেলা খেলে ।
মৌনতার মিছিলে পোষ্টার হাতে
কষ্টের স্লোগানে একলা আমি ,
অল্প অল্প গল্প বুনি
শেষ কয়েকটি বিকেলে ।
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
শাহারিয়ার ইমন বলেছেন: প্রেরনা পেলাম ভাই
২| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:৫১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা ,ভাল থাকবেন আলোকের মত ধ্রুব হয়ে
৩| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:২৫
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে কবিতা
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগাতেই যে স্বার্থকথা ,শুভেচ্ছা রইল ভাই
৪| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই।ভাল থাকবেন
৫| ৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতা!
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০
শাহারিয়ার ইমন বলেছেন: মুগ্ধতা ছড়াতেই যা ভাল লাগে । অসংখ্য ভালবাসা রইল
৬| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪৫
মানবী বলেছেন: "মৌনতার মিছিলে পোষ্টার হাতে
কষ্টের স্লোগানে একলা আমি ,
অল্প অল্প গল্প বুনি
শেষ কয়েকটি বিকেলে"
- অসাধারণ!
মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ শাহারিয়ার ইমন।
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫১
শাহারিয়ার ইমন বলেছেন: স্বাগত ,আপনাদের ভালবাসাই আমাদের পথ চলার সাহস যোগায় । ভাল থাকবেন ।অসংখ্য ভালবাসা থাকল
৭| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা ++++
৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪২
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা ভাই ।
৮| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:২১
উম্মে সায়মা বলেছেন: কয়েকটি বিকেল ধার হবে
বিকেল কি আসলেই ধারে পাওয়া যায়? আমারও কয়েকটি বিকেল ধার চাই
অসাধারণ ইমন ভাই। শুভ কামনা।
৩১ শে মে, ২০১৭ রাত ১১:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: কয়েকটি বিকেলের প্রত্যাশায় এক জীবন পার করে দেয়া যায়।
আসুক আপু আপনার জীবনে এরকম কয়েকটি বিকেল সেই প্রত্যাশা করি ।ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ রাত ২:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো। +++++