![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বিষন্ন সন্ধ্যা পেরিয়ে
একটা রজনীগন্ধ্যা হাতে আমি দাঁড়িয়েছি ,
অধিকার নেই ,আক্ষেপ নেই
একজন বুভুক্ষের মত ভালবাসার কাঙাল আমি ।
যেই সময় চলে গেছে ,
সেই সময়ের শপথ ,
আজ হতে সারারাত দাঁড়িয়ে থাকব রাস্তায়
নক্ষত্ররা দেখুক ,সাক্ষ্য দেবে মৃত্যুর পরে ।
হীন্যমন্য তুমি ,শাণিত ঘৃনার আড়ালে
বেধেঁ দিয়েছ যে মলিন প্রেমের হাহাকার ,
হয় পোড়াব না হয় পুড়ে পুড়ে ছাই হয়ে
মেঘের মত উড়ব তোমার আকাশে ।
ভালবাসার নষ্ট ভ্রুণে পুস্পটিত কষ্ট
তুমি দেখনি ,তুমি বোঝোনি বিরহি মনের আকুলতা ,
তোমার জন্য শুকিয়ে যাওয়া অপরাজিতার কান্না
ভুল করে এ জন্মে বরন করল গরলের নিঃস্বতা ।
০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:১৫
শাহারিয়ার ইমন বলেছেন: বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে কবেই ।এখন কেবল রাতের ধূ ধু আঁধার ,যাই হোক শুভেচ্ছা জানবেন আপু
২| ০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
কারা নীরবে আসে হৃদয়ে, তারপর একদিন বাতাসে মিশে যায়?
০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: যা ছিল সব যে গেছে চলে ।।
৩| ০১ লা জুন, ২০১৭ ভোর ৪:৩৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: প্রেরনা পেলাম ভাই ,ধন্যবাদ
৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪১
মানবী বলেছেন: "হয় পোড়াব না হয় পুড়ে পুড়ে ছাই হয়ে
মেঘের মত উড়ব তোমার আকাশে।"
- পংক্তিদুটি সবচেয়ে ভালো হয়েছে!
কবিতার হাহাকার পঅঢকের মন ছুঁয়ে যায়। ভালো লেগেছে পড়েম ধন্যবাদ শাহরিয়ার ইমন। :-)
০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: জেনে খুব খুশি হলাম ,ভাল থাকবেন
৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। +++++
০১ লা জুন, ২০১৭ রাত ৯:৩৬
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কিছু বিষন্ন সন্ধ্যা পেরিয়ে
একটা রজনীগন্ধ্যা হাতে আমি দাঁড়িয়েছি ,
অধিকার নেই ,আক্ষেপ নেই
একজন বুভুক্ষের মত ভালবাসার কাঙাল আমি ।
এটুকু বেশি ভাল হয়েছে।
০১ লা জুন, ২০১৭ রাত ৯:৩৭
শাহারিয়ার ইমন বলেছেন: খুবই ভাল লাগল শুনে । শুভেচ্ছা রইল ।ভাল থাকবেন
৭| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে +++
০১ লা জুন, ২০১৭ রাত ৯:৩৮
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০১ লা জুন, ২০১৭ রাত ১১:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই
৯| ০২ রা জুন, ২০১৭ রাত ২:০৮
নাগরিক কবি বলেছেন: কিছু টাইপো আছে। সুন্দর কবিতা
১০| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৩
নাদিম আহসান তুহিন বলেছেন: লাস্ট লাইন। বরন→বরণ। কবিতা অসম্ভব ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৩
উম্মে সায়মা বলেছেন: বিকেলের পর এবার সন্ধ্যা। বাহ! সুন্দর হয়েছে।