![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইফেল হাতে রুদ্র প্রেমিক
রক্তাক্ত হৃদয় ম্রিয়মান ,
কয়েকশত বুলেট কিংবা গ্রেনেড
এনে দিতে পারবেনা প্রতিশোধের নিঃশ্বাস।
আড়ষ্ট বুকে প্রতীয়মান ভগবান
নিশ্চুপ হয়ে কেবল গল্প গুনছে ।
হাজার হাজার নক্ষত্র রাতের গ্রাসে
খোলা প্রান্তরে একাকী যুদ্ধে পরাজিত বলে ।
হে মহাকাল, বিস্মৃতির তলানীতে
ডুবে যাবে হাজারো নিঃস্ব প্রেমিক ।
পৌরানিক কাহিনী কিংবা মহাকাব্য
রচিত হবেনা ,নিচ্ছিন্ন হবে অতল গহ্বরে ।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: কবিদের কি প্রেমিক হওয়া নিষেধ?
২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১০
অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: আড়ষ্ট বুকে প্রতীয়মান ভগবান
নিশ্চুপ হয়ে কেবল গল্প গুনছে ।
হাজার হাজার নক্ষত্র রাতের গ্রাসে
খোলা প্রান্তরে একাকী যুদ্ধে পরাজিত বলে ।
++++
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২৭
শাহারিয়ার ইমন বলেছেন:
৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কাব্য +
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২৭
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা বরাবরই কম বুঝি।আর এটা তো...........
একটু সহজ করে লিখলে হয় নাহ???বাক্যগুলো ভালো লেগেছে।
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
শাহারিয়ার ইমন বলেছেন: সহজ করে লেখাও কবিতা লেখা আছে ফয়েজ ভাই ,শুভেচ্ছা
৬| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা। +++
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৪
শাহারিয়ার ইমন বলেছেন:
৭| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
তূর্য নীল বলেছেন: চমৎকার লিখেছেন!
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫
শাহারিয়ার ইমন বলেছেন: স্বাগতম আমার ব্লগে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: হে মহাকাল, বিস্মৃতির তলানীতে
ডুবে যাবে হাজারো নিঃস্ব প্রেমিক ।
পৌরানিক কাহিনী কিংবা মহাকাব্য
রচিত হবেনা ,নিচ্ছিন্ন হবে অতল গহ্বরে ।
প্রেমিকরা নিঃস্ব হোক তা চাই না। তবে কবিরা হোক।
ভাল কবিতা।