![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না হয় তোর
একটু হাত ছুঁয়ে দেই ,
শেষ বিকেলে আলো ছায়ায়
আরও কাছে টেনে নেই ।
আমি না হয় এক চিলতে রোদ কিনি
হাড় কাঁপানো প্রবল শীতে গায়ে মাখবি ।
শিশির মেখে বনের পথে উদাম ঘুরি ,
মেঘে মেঘে ইচ্ছে হলে উড়াল দিবি ।
তোর হাসিতে পেখম মেলে নাচতে পারি
ইচ্ছে মতন রুপকাথার ছন্দ বুনি ।
কেঁদে মরি তোর দুঃখের কথা শুনে
তুই কখনও এই অভাগাকে যাস না যেন ভুলে ।।
১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ আপুনি
২| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++
১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৩
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১১ ই জুন, ২০১৭ রাত ১০:৪৩
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে