নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার চাই ; সারা দেশজুড়ে ছাত্র আন্দোলন (ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ)

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২




কোটা সংস্কার চাই মর্মে আমাদের এ আন্দোলন চলছে চলবে। সারা বাংলায় আন্দোলন চলছে, দাবি আদায়ের আন্দোলন।
আমাদের বাংলায়
বৈষম্যের ঠাই নাই।
আমার নেতার বাংলায়
বৈষম্যের ঠাই না
উন্নয়নশীল বাংলায়
বৈষম্যের ঠাই নাই
চাই চাই সংস্কার
কোটার সংস্কার...
কোটা সংসার আন্দোলনের পাঁচ দফা দাবি----
১)স্ররকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা,
২)কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ,
৩)কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া,
৪)সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা,
৫) নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


মহাসড়ক অবরোধ? কেহ কেহ কি চাচ্ছে যে, ২/৪ জন ছাত্র প্রাণ হারাক?

মহাসড়ক অবরোধ করা অবশ্যই ভয়ানক ইডিওটিক ভুল হতে পারে!

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোটা নিয়ে সরকারের কোন অগ্রগতি দেখছি না।:(

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কোটা এখন সাধারণদের জন্য ট্যাটা স্বরূপ

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আন্দোলনের নামে, সবার লক্ষ্য যদি মুক্তিযোদ্ধাদের প্রতি আংগুল তোলা হয়, সেটা সঠিক হবে না।

সরকারের উচিত মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দিয়ে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের পড়ালেখার খরচ দিয়ে, যোগ্যতানুসারের তাদের চাকুরীর ব্যবস্হা করা।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন বিন রফিক বলেছেন: মহাসড়ক অবরোধ না করে কিন্তু আন্দোলন করা সম্ভব। কোন দাবি আদায়ে সড়ক অবরোধ আমি একদম পছন্দ করি না। ছাত্রদের অনেক ভেবে এই আন্দোলন এগিয়ে নিতে হবে, আজকে যেভাবে দেখছি বঙ্গবন্ধুর ছবি কিছুদিন পরেই এ অান্দোলন অন্য রুপে ঢুকতে পারে। ক্ষমতাসীনদের হাতে চলে যেতে পারে আন্দোলনের চাবিকাটি তখন আর কিছু করার থাকবে না আফসোস করা ছাড়া।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



@শাহিন বিন রফিক ,

মহা সড়ক অবরোধ করলে, গোলাগুলি হবার সম্ভাবনা; কোন মায়ের বুক খালি হবে? সেটার ক্ষতিপুরণ কি কেহ দেবে?

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৪ নং মন্তব্যের সাথে একমত প্রকাশ করছি আমিও

৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

সৈয়দ তাজুল বলেছেন: মুক্তিযুদ্ধাদের প্রতি এদেশের মানুষ শ্রদ্ধাশীল; যারা প্রকৃত বাঙালি তাদের কথাই বলছি।

কিন্তু তাদের সন্তান ও নাতি নাতনিদেদের যোগ্যতাহীন চাকরিলাভ এদেশের মানুষের মন থেকে এ শ্রদ্ধা উঠিয়ে দেয়ার জন্য যথেষ্ট। আর তাই, সরকারের উচিৎ, কোটা সংস্কারের মাধ্যমে সঠিক পদ্ধতিতে জাতীকে এগিয়ে নিতে দাবীকারীদের দাবীর প্রতি মনোযোগী হওয়া। নতুবা শিক্ষিত ছাত্ররা প্রশাসনের হাতে আত্মাহীন লাশে রূপ নিতে পারে। প্রতিবারের ন্যায়, মানুষ হত্যার পর সরকার সতর্ক না হয়ে একটু আগেই যেন ঘুম ভাঙে; এটাই কামনা।

আন্দোলনাকারীদের উচিৎ সবসময় সতর্ক থাকা ও সরকারের সাথে দ্রুত এর সমাধান করা। নতুবা চাঁদগাজী ভাইয়ের আফসোস সত্য করে দেখাবে আমাদের প্রশাসন।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

শাহিন বিন রফিক বলেছেন: @ভাই চাঁদগাজী আপনি আমার মন্তব্য কি ঠিকমত পড়েছেন, নাকি বুঝতে পারেননি। আমি কি বলেছি সড়ক অবরোধ ভাল।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

ঢাবিয়ান বলেছেন: আন্দোলন ছাড়া আজ পর্যন্ত কোন দাবী আদায় করা সম্ভব হয়েছে কি? "" কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়’ । খবরে দেখলাম আন্দোলনে এই শ্লোগান চলছে। মুক্তিযোদ্ধা কোটার নাম দিয়ে যে আসলে দলীয় লোকদের নিয়োগ দিয়ে দলীয় কামলা তৈরী করা হচ্ছে, সেটা কি কারো অজানা? সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এই আন্দোলন এই কামনাই করি।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

তারেক_মাহমুদ বলেছেন: প্রথমেই বলি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। কিন্তু একটাই শংকা কোন মায়ের বুক খালি না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.