নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার চাই : (শান্তিপূর্ন ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস,জলকামান ও বুলেট নিক্ষেপ )

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

রাজধানীর শাহবাগে কোটা সংসার শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ বিকেলের দিকে বাঁধা দিতে আসলে তাদেরকে উল্টো ফুল দেয় আন্দোলনরত শিক্ষার্থীর । তখন জলকামান নিয়ে পিছু হটে পুলিশ বাহিনী ।


পরে রাতে আন্দোলনরত ছাত্রদের উপর টিয়ার গ্যাস ,জলকামান ও বুলেট নিক্ষেপ করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় । ছাত্ররা গিয়ে ঢাবির সেন্ট্রাল লাইব্রেরি ও মসজিদে গিয়ে অবস্থান নেয় ,সেখানেও গিয়ে পুলিশ হামলা করতে পিছবা হয়না .।
পুলিশের হামলায় আহত ছাত্রদের কিছু চিত্র ।।

শেষ খবর পাওয়া পযর্ন্ত আন্দোলনকারী ছাত্ররা বিচ্ছিন্নভাবে টিএসসি , লাইব্রেরি ,মসজিদ সহ আশেপাশের এলাকায় অবস্থান করছে।।
কাল থেকে ঢাবি ,চবি ,রাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্র ছাত্রীরা । আন্দোলন সফল করতে সারাদেশের সকল ছাত্রছাত্রীরা বদ্ধ পরিকর ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আন্দোলন আমার কখনোই পছন্দ নয়।

স্বাধীন দেশে জনগনের সব দাবির জন্যই যদি বিক্ষোভ, অনশন, কর্মবিরতি করতে হয়। তাহলে বুঝতে হবে সমস্যাটা কোথায়???

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: নায্য দাবি আদায়ে আন্দোলন অবশ্যই অপরিহার্য । না হলে গনতন্ত্র বলে কিছু কি রইল বাকি? যদিও কিছুই নেই গনতন্ত্র বলে এদেশে ,নায্য আদায়ের আন্দোলনে কারো চোখ হারাতে হচ্ছে ,কারো জীবন নিয়ে টানাটানি । এটাই এখন স্বাধীন বাংলাদেশের রুপ

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের আজকের আচরণ আর ৫২ সালের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের আচরণ প্রায় একই ছিল।
একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে নাগরিকদের মাঝে বৈষম্য সত্যি বিস্ময়কর এবং পৃথিবীর ইতিহাসে বিরল।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: এবার সমাধান না হলে পরে আর কিছু করার থাকবে না ।
বেশ কয়েকজন আহত হলো ,দুঃখজনক ।
সরকারের নির্বাচন সামনে কোটা বাতিল করবেন কিনা দেখবার বিষয় ।
এমনই অদ্ভুত দেশ ৫৬% কোটা দিয়ে রেখেছেন ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: কোটা সংস্কারের মত শতভাগ যৌক্তিক এবং শতভাগ অরাজনৈতিক দাবি'র সাথে একাত্মতা।
অদ্ভুত আমাদের দেশ ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪

কাউয়ার জাত বলেছেন:
এই নিন।
এবার পুলিশকে গিয়ে বলুন I Love You. অমনি পুলিশ আনন্দে বিগলিত গোপালিশ হয়ে যাবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি কি মশকরা করছেন আন্দোলন নিয়ে ?

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

ক্স বলেছেন: আন্দোলনকারীরা মনে হচ্ছে পুলিশের প্রেমে পড়ে গিয়েছিল। পরে পুলিশ তাদের প্রেম প্রত্যাখ্যান করে জল্কামান এবং লাঠির ব্যবহার করে।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখ জনক।
যারা কোটা চায় তাদের লজ্জা হওয়া উচিত।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

কাউয়ার জাত বলেছেন: নো নেভার। আমার অন্য কমেন্ট দেখলেই বুঝবেন। আমি বুঝাতে চেয়েছি একই সাথে আন্দোলন আর চাটুকারিতা চলতে পারেনা। গোলাপ তো পুলিশকে আপনারাই দিয়েছেন, পুলিশ আপনাদেরকে ডাণ্ডার বাড়ি আর টিয়ারশেল দিয়েছে।

অটঃ আমিও একজন গ্রাজুয়েট বেকার যার বন্দুক নেই।

০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

শাহারিয়ার ইমন বলেছেন: অ্যান্দোলন যে শান্তিপূর্ন ছিল সেটা বুঝাতে গোলাপ দেয়া হয়েছিল চাটুকারিতার জন্য নয়

১২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সোহানী বলেছেন: ছি: স্বৈরাচার থেকে পার্থক্য কি থাকলো.................. নাকি স্বৈরাচার থেকে ও এক কাঠি উপরে....।

ধিক্কার জানাই এমন আক্রমনে। বিচার চাই এমন আচরনের।....

কোটা প্রথা নিপাত যাক...............
কোটা প্রথা নিপাত যাক...............
কোটা প্রথা নিপাত যাক...............
কোটা প্রথা নিপাত যাক...............

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই বিচার চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.