![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফটো ক্রেঃ গুগল
সেবার কথা দিয়ে কথা রাখনি মৃনালি ,
কথা ছিল নীলপদ্ম তুলতে যাব দিঘীতে ,
সন্ধ্যাবেলায় জোৎস্নার আলোতে তুমি গাইবে গান ।
এক বুক হতাশা নিয়ে আমি ফিরে এসেছ ,
আমি ফিরে এসেছি কলমি লতার বিষন্নতা নিয়ে ,
একাকি চাঁদের বিরহি জোৎস্না বুকে করে ।
অধিকার নিয়ে আসিনি এবার ,
ভালবাসার দাবি নিয়ে এসেছি ।
ফিরিয়ে দিলে হয়ত চিরতরে হারিয়ে যাব মৃনালি ।
১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৮
শাহারিয়ার ইমন বলেছেন: উইশের জন্য ধন্যবাদ জাভেদ ভাই
২| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতায় মনের অভিব্যক্তির সরলতা ভাল লেগেছে। তবে বেশ কয়েকটি টাইপো আছে কবিতায়, যা সম্পাদনা করে নিলে ভাল হয়।
১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: টাইপো মানে বুঝলাম না ভাই
৩| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫২
পবন সরকার বলেছেন: ভালো লাগল কবিতা।
১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
৪| ১১ ই মে, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।
সহজ সরল সুন্দর।
৫| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫০
সফেদ বিহঙ্গ বলেছেন: বেশ ভাল লাগল আপনার কবিতাটি।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:১২
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৯
আকিব হাসান জাভেদ বলেছেন: মৃনালি শব্দটা পরিচিত । আশা করি আপনাকে ফিরেয়ে দিবে না ।