![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা চারজন বন্ধু ময়মনসিংহ থেকে ঘুরতে গেছিলাম নওয়াব প্যালেস । টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত বলে এতি ধনবাড়ী জমিদার বাড়ি বলে পরিচিত ।
খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী যিনি ছিলেন ঢাকা বিশ্ববিল্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ,রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী ,তাঁরই অমর কীর্তি ধনবাড়ী জমিদার বাড়ী ।
ময়মনসিংহ থেকে বাসে চড়ে মধুপুর ,সেখান থেকে সিনএনজি করে ধনাবাড়ী গিয়েছিলাম । ঢাকা থেকে যদি আসতে চান , মহাখালীর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ধনাবাড়ী সরাসরি বাস চালু আছে ।
ধনবাড়ী থেকে মাত্র ৩-৪ মিনিট হাঁটলেই পোঁছে যাবেন নওয়াব প্যলেসে । এটা আসলে এখন রিসোর্ট করা হয়েছে ।
ভিতরে ঢুকতে প্রতি ব্যক্তির ৫০ টাকা করে রাখে ।২ ঘন্টা থাকার কথা থাকলেও যতক্ষন ইচ্ছা থাকতে পারবেন । রাতে থাকার জন্য চার রকম ব্যবস্থা আছে ।মঞ্জিল (মূল রাজপ্রসাদ) , কাচারি ঘর ,ভিলা(২০০ বছরের পুরানো টিনশেড ), কটেজ (নতুন নির্মিত টিনশেড বাংলো ) । নিজ সামর্থ্য মত থাকতে পারবেন এখানে । আমরা যদিও থাকিনি । মঞ্জিল এবং কাচারিঘরে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র পাবেন ।ভিলা এবং কটেজে এই সুযোগ নেই তবে ভিলা এবং কটেজে থাকার খরচ কম । খরচ সীমা পার ব্যক্তি ১-৫ হাজারের মত ।
মধুপুর আনারসের ভাস্কর্য
মূল মঞ্জিল (রাজপ্রসাদ)
রাজপ্রসাদের বাহিরের বারান্দা । (ভিতরের কামড়া বন্ধ ছিল ) ।
বারান্দায় পড়ে থাকা ভাঙ্গা অবহেলিত তৈসজপত্র ।
খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী ।
৩০ বিঘা দিঘীর একাংশ ।
কাচারি ঘর ।
ভিলা ।
নির্মল বাগানের প্রকৃতি ।
ভিলা ও কটেজের প্রবেশদ্বার ।
কটেজ ।
প্রায় ৬০০ বছর পুরোনো ধনবাড়ি জমিদার বাড়ি মসজিদ ।
নওয়াব চৌধুরীর কবরস্থান ।
(সবগুলো ছবি নিজের ফোন দিয়ে তোলা , কপিরাইট সংরক্ষিত )
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
শাহারিয়ার ইমন বলেছেন: আসলেই জায়গটা সুন্দর । ধন্যবাদ
২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
শাহারিয়ার ইমন বলেছেন: রাজীবদা কেমন আছেন ?
৩| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কমেন্টে মোটিভেট হলাম ।
৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
দীঘির পানি পরিস্কার?
২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫
শাহারিয়ার ইমন বলেছেন: একদম পরিষ্কার না ,বদ্ধ পানি । তাছাড়া কচুরিপানা আছে
৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: খুব ভালো লাগছে, যেতে হবে
২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: সময় থাকলে যেতে পারেন
৬| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৮
শামচুল হক বলেছেন: ছবি দেখে তো যেতে ইচছা করতেছে। ধন্যবাদ
২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: ঘুরে আসেন ,ভাল লাগবে
৭| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: সময় থাকেনা, সময় করে নিতে হয় ভাই, ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২
শাহারিয়ার ইমন বলেছেন: তা অবশ্য ঠিক
৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২
শাহারিয়ার ইমন বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
দি এমপেরর বলেছেন: যাওয়ার সৌভাগ্য হয়েছে। মসজিদে নামায পড়ারও সৌভাগ্য হয়েছে। ঈদগাহটা খুবই সুন্দর। ভালো লাগল আপনার পোস্ট।