![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক বিলে মাছ ধরতে আসল । লোকটি সাতাঁর জানত না । হঠাৎ করে পানিতে পড়ে গেল । লোকটি বাচাঁর জন্য অনেক চেষ্টা করতে লাগল । তখন দেখল , একটা মাছি তার পাশেই পানিতে হাবুডুবু খাচ্ছে । লোকটি ভাবল , নিজে তো বাঁচতে পারবনা ,মাছিটিকে বাঁচাতে সাহায্য করি । মাছিটিকে সে পানি থেকে হাতের তালু দিয়ে উঠিয়ে উঁচিয়ে ধরল । মাছিটি বেচেঁ গেল ।
বেশ কিছু দূরে একজন জেলে মাছ ধরছিল । মাছিটি জেলের মুখে গিয়ে বারবার বসতে লাগল এবং ভনভন করতে থাকল । জেলে যতবারই মাছিটিকে তাড়িয়ে দিচ্ছিল ,ততবারই মাছিটি জেলের মুখে বসে জেলেকে বিরক্ত করছিল । এমন হল যে জেলে মাছিটির যন্ত্রনায় মাছ ধরতেই পারছিলনা । জেলে তখন প্রচন্ড রেগে গিয়ে বলল , " আজ তোকে মেরেই ফেলব মাছির বাচ্চা হারামি মাছি " ।
সে মাছিটিকে একটা লাঠি নিয়ে ধাওয়া শুরু করল মাছির পিছু পিছু । মাছিটি উড়ে উড়ে ঐ ডুবতে যাওয়া লোকটার কাছে আসল । জেলে দেখল ,এক লোক পানিতে ডুবে মারা যাচ্ছে । তখন সে লাফিয়ে পড়ে লোকটাকে বিলের পাড়ে উঠিয়ে অনেক চেষ্টা করে বাঁচিয়ে তোলে ।
মোরাল ; অনেক সময় ছোট একটা করা সাহায্য , অনেক বড় প্রতিদান হয়ে ফিরে আসে ।
[গল্পটি সংগৃহীত ; অন্যের কাছে শোনা ]
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
শাহারিয়ার ইমন বলেছেন: উপকার করলে প্রতিদান মিলবেই একদিন
২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। +।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য সুমন ভাই+ +
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
বাকপ্রবাস বলেছেন: দারুণ
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১
শাহারিয়ার ইমন বলেছেন: আপনার প্রোফাইলের ছবিটা কি আপনার মেয়ের ?
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২
শাহারিয়ার ইমন বলেছেন: আপনিতো ভাই এরকম ভাল ভাল গল্প লেখেন ।
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯
ওমেরা বলেছেন: একবার এক সুইডিশ আমার উপকার ছিল যখন আমি তাকে বল্লাম , আমি তো তোমার এই উপকারের প্রতিদান দিতে পারব নিশ্চয় আল্লাহ তোমাকে এর প্রতিদান দিবেন তখন সে হেসে বলেছিল ,” নো আমি গড বিস্বাস করি না তার কাছে কোন প্রতিদানের আশাও করি না তোমার উপকার আমি করেছি কখনো তোমার আজকের এই সমস্যা আমি বা আমার পরিবারের কারো হতে পারে তখন আমি বা আমরা কারো না কারো কাছ থেকে উপকার পাবই, যেহেতু আজকে আমি তোমার উপকার করলাম। আমার বিস্বাস কারো উপকার করলে সেটা কখনো বৃথা যাবে না।
আপনার গল্প ভাল লাগল।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩
শাহারিয়ার ইমন বলেছেন: সাধ্যের ভিতরে থাকলে সবাইরাই উচিত উপকার করা ,আমিও চেষ্টা করি । আপনার উপকাএর গল্পটা শুনে ভাল লাগল
৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩
নির্বাক শাওন বলেছেন: শিক্ষণীয়।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
শাহারিয়ার ইমন বলেছেন: জি শাওন ভাই । শুভেচ্ছা আপনাকে
৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন গল্প।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য নিজাম ভাই +++
৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪
সাগর শরীফ বলেছেন: সবাই সেটাই বিশ্বাস করি যে, উপকার করলে তার প্রতিদান পাবই। কিন্তু সেটা যাকে উপকার করেছি তার থেকেই যে পাব এটা হলফ করে বলা যায় না। স্বার্থের গন্ধে আপনার ক্ষতি করতে হলে সে সেই সুযোগ যে ছেড়ে দেবে তার নিশ্চয়তা কতটুকু? তাই সে বিশ্বাসটা শুধু উপরওয়ালার উপরই রাখা উচিত নয় কি ?
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১
শাহারিয়ার ইমন বলেছেন: একভাবে না একভাবে তো প্রতিকার পাওয়া যাবে । ধন্যবাদ ব্রাদার
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১
স্রাঞ্জি সে বলেছেন: সংগ্রহ হউক। ভাল লাগল
আমাদের জীবনে এমন মাছির মত পরোপকারী হতে হবে।