![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানির হাটে গরু বিক্রির জন্য রওনা হয়েছে রইজ মিয়া এবং তার ছেলে রফিক মিলে । তাদের ভিতরে রয়েছে গভীর এক চক্রান্তের রহস্য ।
হাটের কাছাকাছি আসতেই বাপ ও পুত্র আলাদা হয়ে গেল । রমিজ মিয়া গরু নিয়ে গরু বিক্রির জন্য পজিশন নিল । কিছু বিক্রেতা দামাদামি করে গেল ,কিন্তু তিনি গরু বিক্রি করেন নি । কিছুদুরেই রফিক বসে বসে গরু ক্রেতাদের লক্ষ্য করছে যারা তাদের গরুটিকে কেনার জন্য দামাদামি করছে ।
একজন ক্রেতা আসল । গরুর দাম জিজ্ঞেস করল । রফিক দেখেই বুঝে নিল , এই গাহেক অভিজ্ঞ নয় । তখনই দূর থেকে রফিক গরুর কাছে আসল গরু কেনার জন্য দাম জিজ্ঞেস করল । রমিজ মিয়া উত্তর দিল ; ৮০ হাজার । রফিক তখন প্রতি উত্তরে বলল ; ৭০ হাজার ।
রমিজ মিয়া গরু বিক্রি করতে নারাজ । পাশে থেকে তখন অন্য ক্রেতা বলল , ৭২ হাজার দেব । রমিজ মিয়া তখনো মোড়াচ্ছেন । তারপর কিছুক্ষন চুপ থেকে গরুর গায়ে হাত বুলিয়ে বললেন, " বড় সাধের গরু স্যার ,আচ্ছা ৭৫ হাজার টাকা দিয়েন । "
তখন সেই ক্রেতা আরো কিছুক্ষন দামাদামি করে ৭৩ হাজার টাকায় মনের খুশিতে গরু নিয়ে হাঁটা শুরু করলেন । কিছুদূর যাওয়ার পর দেখলেন , তার কেনা গরুর মতই আরেকটা গরু কিনে নিয়ে যাচ্ছে অন্য একজন লোক । তিনি জিজ্ঞেস করলেন ,কত ভাই গরু ?"
লোকটি উত্তর দিল , " ৬০ হাজার ভাই " ।
লোকটির তখন বুঝতে আর দেরি হলনা যে , তিনি বেশ ভালভাবেই ফাঁদে পা দিয়েছেন । গরু কেনার জায়গায় পুনারায় ফেরত গিয়ে দেখেন ,সেখানে অন্য একজন বিক্রেতা গরু নিয়ে দাঁড়িয়ে আছে ।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১
শাহারিয়ার ইমন বলেছেন: লোকটার দোষ কি ?
২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এরকমই করে গরুর দালাল চক্র, উপকারী পোস্ট
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
অচেনা হৃদি বলেছেন: এরকম ঘটনা তো আমরা জুয়েলারির দোকানে ঘটতে দেখেছি। গরুর হাটেও এমন হয় নাকি?
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন: হ্যা হয় তো ।
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩
বাকপ্রবাস বলেছেন: গরু নিয়ে ফেরত আসার কথা নয়, যেহেতু এটা কোরবানীর গরু। সবাই জানে দামে একটু কম বেশী হয়। গল্পের খাতিরে ফেরত আসলে আসতে পারে।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯
শাহারিয়ার ইমন বলেছেন: কিছু তো কাল্পনিক অংশ লাগে ।
৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
হুম!! আসলেই ফাঁদ!!! গরুর বাজারে অনেক দালালী হয়৷
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: যি ভাই
৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিজনেস স্ট্র্যাটেজি...
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: জি তালগাছ ভাই
৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪০
সনেট কবি বলেছেন: এভাবেই তারা দাম বাড়িয়ে নেয়, আর বেশী দাম দিয়ে পণ্য কিনে ক্রেতা খুশী মনে বাড়ি ফিরে।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
শাহারিয়ার ইমন বলেছেন: সনেট কবি ভাই বিষয়টা ধরতে পেরছেন
৮| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বত্রই প্রতারণা!
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: কোথাও বাদ নেই
৯| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: উপযুক্ত বাবা বটে। যিনি ছেলেকে হাতে কলমে প্রতারণাটা করতে শিখিয়েছেন। পাশাপাশি দালালি এখন একটি পেশা হয়ে গেছে। তবে এখানে দালালের টাকা বাইরে গেলোনা , বাবাছেলের পকেটে থাকলো।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
শাহারিয়ার ইমন বলেছেন: আরে আপনি তো দেখছি জিনিয়াস ,আমিও ভাবিনি এ বিষয়
১০| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আগে কোথাও পড়েছি বলে মনে হচ্ছে।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১
শাহারিয়ার ইমন বলেছেন: কেউ হয়ত অনেক আগেই এরকম ঘটনার স্বীকার হয়েছে
১১| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গরুর হাটে এরকমই হয়। চিট বাটপাড়ে ভর্তি একটা জায়গা।
১২| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬
জাহিদ অনিক বলেছেন:
হুম ! এমন দালাল আছে গোহাটে-- আমি দেখেছি
২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
শাহারিয়ার ইমন বলেছেন: এরকম আহরহ হয়
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১
স্রাঞ্জি সে বলেছেন:
ভালই শাস্তি হলো