![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিসাদ পরিবারের ছোট ছেলে । ছোট ছেলে হওয়ার সুবাদে পরিবারের অনেক কাজ করতে হয় ,না হয় সবার চোখ রাঙ্গানো মাঝে মাঝে চড়-থাপ্পড় ও খেতে হয় । কাজ করতে গিয়ে কোন না কোন ঝামেলাতে পড়তে হয় তার ,দোষ কিন্তু তার থাকেনা কিন্তু দোষের ভার তার কাধেঁই এসে পড়ে । কাউকে সে বলতেও পারেনা ,তার কথা কেউ শোনেওনা । মনের দু;খে তার বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে হয় ।
কোরবানিতে তার দায়িত্ব পড়ে মাংস সব আত্মীয়-স্বজনের বাড়ি পৌঁছানোর । । রিসাদ বাজারের ব্যাগে কোরবানীর মাংস নিয়ে যাচ্ছে । কিছু দূরে তাদের এক আত্মীয়র বাসায় পৌঁছে দিতে হবে । রিসাদ হেলেদুলে হেঁটে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে এগুচ্ছে । হঠাৎ করে পিছন থেকে একটা কুকুর ভেউ ভেউ করে এগিয়ে আসছে । রিসাদ এমনিতে কুকুর ভয় পায় । কি করবে উপায় না পেয়ে দৌড় শুরু করল ।
কিছুদূর দৌড়ে পিছনে তাকিয়ে দেখল কুকুরটা তার পিছনে লাগেনি ,অন্য একটা কুকুরের সাথে কামড়াকামড়ি করছে । হাফ ছেঁড়ে বাঁচল রিসাদ ।
আত্মীয়-এর বাসায় মাংস দিয়ে খালি ব্যাগ নিয়ে আবার হাঁটা শুরু করল রিসাদ । পথিমথ্যে এক লোক মাংস নিয়ে যাচ্ছিল । রিসাদের হাতে খালি ব্যাগ দেখে ব্যাগটা টান দিয়ে দুটো হাড্ডি ভরে দিল । কোন দিক না তাকিয়ে লোকটা হেঁটে চলে গেল । রিসাদ চেঁচিয়ে বলল ,আমার এই মাংস চাইনা ।তাজ্জব ব্যাপার লোকটা কানেই তুলল না রিসাদের কথা ।
ব্যাগে দুটো হাড্ডি নিয়ে রিসাদ বিপদে পড়ল ,কি করবে বুঝতে পারতেছেনা । ফেলে দিবে? ফেলে দিলেও তো পাপ হবে ,বাসায় নিয়ে গেলে মা বকবে । কি করবে তা নিয়ে রীতিমত মাথা চুলকাচ্ছে সে ।
হঠাৎ দেখল ,এক মহিলা কাঁধে করে মাংস নিয়ে আসছে । রিসাদ ভাবল ,এই মহিলাকে মাংসদুটো দিয়ে দিলেই হয় । ব্যাগ থেকে হাত দিয়ে মাংস দুটো ঊঠাল সে । মাংস কই ,এতো হাড্ডী - মনে মনে বলল রিসাদ ।
ছবি ; গুগল
মহিলাটি তার কাছে আসতেই সে মহিলাটিকে বলল , " মাংস লাগবে খালা । এই মাংস দুটো নিতে পারেন "?
মহিলা রেগে মেগে আগুন হয়ে বলল , " এই ছেমড়া আমাকে কি তোর খালার মত দেখতে লাগে ? আমার স্বামী ১ লাক্ষ ১০ হাজার টাকার গরু দিয়ে কোরবানি দিছে । তুই আইছস আমাকে হাড্ডি দান করতে থাপরাইয়া তোর দাঁত ফেলে দিব ।"
ঠিক তখন আর এক মাঝ বয়সী লোক এসে হাজির হল । তিনি বললেন , " কি হয়েছে এখানে ? "
মহিলাটি তখন বলল , " দেখেন না আজকালকার ছেলেপেলেরা তাদের মায়ের বয়সী মহিলাদেরও ডিস্টার্ব করতে ছাড়েনা । ছেমড়া আমার সাথে ইয়ার্কি মারে ।কত্ত বড় বেয়াদব । "
- "আরে ,কানের নিচে একটা থাপ্পড় দিয়া থানায় ধরিয়ে দেন ,দুই একদিন থেকে ডলা খেলেই পরিশুদ্ধ হয়ে যাব ।"
-'' তাই করা উচিত । আমার ফুফাত ভাইয়ের শালার বন্ধু থানার ওসি । আমার দুলাভাইয়ের চাচাত ভাই মেজিস্ট্রেট । আমার জামাইয়ের বন্ধুর সম্বন্ধী এ-এসপি । একটা ফোন দিলে এসব বেয়াদব ছেলেপেলের কি হবে বুঝতে পেরেছেন ।
ইতিমধ্যে আরো কয়েকজন মহিলা এবং পুরুষ এসে জমা হল । সবাই তখন কার আত্মীয় স্বজন কোথায় আছে এই নিয়ে মোটামুটি ভালই চাপাবাজি চলছে । এক লোক বলল , " আমার ছেলে বুয়েটে পড়ে ।"
আরেক লোক বলল ," আরে রাখেন বুয়েট ।আমার মেয়ে এইবার ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হয়ে বেরোবে ।আপনার বাসার ঠিকানা দেন ভাই । মিষ্টি পাঠিয়ে দেব ।''
আরেক লোক বলল ,'' আরে থামেন সবাই । এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের ভাত আছে নাকি রাজনীতিবিদ-দের কাছে । আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলের আপ্যায়ন সম্পাদক । একটা ফোন দিলেনা এসপি পর্যন্ত ভয়ে কাঁপতে থাকে ।
এদিকে রিসাদ লোকজন বাড়তে থেকে এক ফাঁকে ঝেড়ে দৌড় দিল । রিসাদকে দৌড়াতে দেখে ,কয়েকজন তার পিছুও নিল ।
রিসাদ একটা ছোট গলির ভিতর ঢুকে একটা চায়ের দোকনের ভিতর বসে পড়ল ।লোকগুলো তাকে আর খুঁজে পেলনা ।
রিসাদের হাতে ব্যাগ দেখে চা খেতে খেতে এক বুড়ো লোক বলল , " কি বাজান মাংস টোকাও নাকি ? ব্যাগ তো দেহি খালি ।"
-- না ,মাংস টোকাই না । মাংস দিয়ে আসলাম ।
-ও ।মাংস থাকলে আমারেও কিছু দিও ।
রিসাদ ব্যাগ থেকে হাড্ডি দুটা উঠিয়ে দেল ঐ বুড়ো লোকের হাতে ।
বুড়ো লোক রেগেমেগে বলল ,'' এই ছোকড়া তোর কাছে কি হাড্ডি চাইছি ? তোর হাড্ডি তুই খা । গরীব হতে পারি তাই বলে হাড্ডি খাইনা । আমার ব্যাগে ১০ কেজির মত মাংস আছে ,এইখান দিয়া তোরে দুই টুকরা তোর ব্যাগে ভইরা দিলাম ।বাসায় গিয়া খাইস ।"
চা দোকনাদার বলল , " হায়রে বড়লোকের জাত । কোরাবানী দেয় মাংস খাওয়ার লইগ্যা ।গরীরের হক মাইরা খায় । মানুষ গলায় হাড্ডি আটকাইয়া মরে ,আর এরা মরবে গলায় মাংস আটকাইয়া । "
রিসাদ অপমান সহ্য না করতে পেরে ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে আসল । সোজা বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল । কিছুদূর যেতে এক বাসার মহিলা দোতালা থেকে ডাক দিল ," এই ছেমড়্যা মাংস নিয়ে যা ।"
রিসাদ তখন রেগেমেগে আবার ভৌ-দৌড় দিল ।
মহিলা তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল ছেলেটি দৌড়ে পালচ্ছে ।মহিলাটি ভেবে পেলনা সে কি এমন ভুল বলল যে ছেলেটি পালাল ।
রিসাদ বাসায় এসে টেবিলে ব্যাগটা রাখল ,বিছনায় গিয়ে ফ্যান ছেড়ে শুয়ে হাঁফানো শুরু করল ।
ঠিক তখনই তার মা এসে কড়া কন্ঠে বলল , " পাঠাইলাম তোরে সব মাংস দিয়াইতে ,তাই আবার চাইর টুকরা নিয়া আইছস । বাসায় কি মাংস কম আমাগো নাকি তোরে মাংস খাওয়াইনা । একটা কাম যদি ঠিকমত করতে পারছস । যা আবার এই চাইর টুকরা মাংস ফেরত দিয়া আয় ।"
বাসায় মায়ের বকবকানি শোনার চেয়ে অগত্যা রিসাদ চার টুকরা মাংস নিয়া রাস্তায় নেমে পড়ল
ছবি ; গুগল
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লেগেছে আপনার ?
২| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪
স্রাঞ্জি সে বলেছেন:
রিসাদ বেচারা
গল্প কিন্তু দারুণ হইছে। হাড্ডি হাড্ডি ভাব।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩
শাহারিয়ার ইমন বলেছেন: হাড্ডি হাড্ডি ভাব !! ?
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
মাহের ইসলাম বলেছেন: মাংস নিয়ে আবার একই বিড়ম্বনায় পড়তে হয়েছে, নিশ্চয়।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: সেটা পাঠকের বিবেচনার উপর ছেড়ে দিলাম
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। দারুণ লিখেছেন।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২০
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: পড়ে মজা পেলাম
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
শাহারিয়ার ইমন বলেছেন:
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, রিসাদপর হাড্ডি বিড়ম্বনা। বেশ লাগলো ।
ঈদ মুবারক ।
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
শাহারিয়ার ইমন বলেছেন: ঈদ মোবারক
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪
বিজন রয় বলেছেন: দারুন!
খুব ভাল গল্প, এরকম গল্প চাই।
বিচিত্র মানুষের বিচিত্র চারিত্রিক বৈশিষ্ঠ্যভ
+++
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্চা বিজন দাদা
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা - চমৎকার
এরকমই একটা গল্প কাল ফেসবুকে পড়েছিলাম- সেটা কি আপনি লিখেছিলনে, সেটা ১ম পুরুষে লেখা ছিল
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: মেবি একই কন্সেপ্টে আরো গল্প আছে
৯| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল একটি গল্প।
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
শাহারিয়ার ইমন বলেছেন: জি সহজ সরল বিড়ম্বনা
১০| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
টারজান০০০০৭ বলেছেন: বাড়ির ছোটছেলে চাকর সম !
রিফাতের জন্য সমবেদনা !!
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০
শাহারিয়ার ইমন বলেছেন: অনেকটা বলতে গেলে সেরকমই । রিফাত না রিশাদ হবে
১১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭
সনেট কবি বলেছেন: ভাল গল্প।