নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি জীবনের গল্প ।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮



ছবি ; (গুগল)

১) এক চব্বিশ বছর বয়সী যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল ," বাবা , দেখ গাছগুলো কেমন পিছন দিকে
দ্রুত হারিয়ে যাচ্ছে । ''
যুবকটিরা বাবা মৃদু হাসি দিল । তাদের পাশেই বিপরীত সিটে দুইজন লোক বসে ছিল । তারা যুবকটির শিশুসুলভ কথাশুনে তার
দিকে করুণার দৃষ্টিতে তাকাল ।

যুবকটি আবার চিৎকার করে উঠল ," বাবা, দেখ আকাশের সাদা মেঘগুলোও আমাদের সাথে সাথেই আসছে । "
তখন বিপরীত পাশে বসা লোকদুটি হেসে উঠোল এবং এক লোক বলল ," আপনার সন্তানকে কেন একজন ভাল ডাক্তার
দেখান না ?'"

যুবকটির বাবা তখন মৃদু হাসল এবং বলল ," দেখিয়েছি এবং আমরা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছি । আমার ছেলে জন্ম
থেকে অন্ধ ছিল , তার চোখের দৃষ্টি সে কিছুক্ষণ হল পেয়েছে ।"


২) একজন লোক ঈশ্বরের সাথে কথা বলার জন্য পাহাড়ের চূড়ায় আসল ।
লোকটি ঈশ্বরকে জিজ্ঞেস করল ," হে ঈশ্বর তোমার কাছে এক মিলিয়ন বছর কি মনে হয় ?" । ঈশ্বর উত্তর দিল , "এক মিনিট " ।
লোকটি আবার জিজ্ঞেস করল ।" হে ঈশ্বর তোমার কাছে এক মিলিয়ন ডলার কি মনে হয় ?" । ঈশ্বর উত্তর দিল ।" এক পেনি "।
তখন লোকটি ঈশ্বরের কাছে এক পেনি চাইল ।
ঈশ্বর বললেন ," হ্যা পাবে এক মিনিটেই । "


৩) এক লোক তার প্রিয় একটি গাধা নিয়ে দিয়ে যাচ্ছে । হঠাৎ করে গাধাটি একটি পুরানো কুয়ার গর্তে পা পিছলে পড়ে যায় ।
অনেক চেষ্টার পরও গাধাটিকে আর তুলতে পারলনা । উপায় না পেয়ে সে ঠিক করল , মাটি ফেলে গাধাটিকে কবর দিয়ে যাবে ।
মাটি কেটে ফেলতে শুরু করল গর্তটিতে ।
যখনই মাটি গাধাটির গায়ে এসে পড়ত ।গাধাটি গাঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিত এবং সেই মাটির উপর দাঁড়াত ।
৪-৫ ঘন্টা মাটি ফেলার পর দেখা গেল ,গাধাটি প্রায় অনেক উপরে উঠে এসেছে। আর কিছু মাটি ফেললেই গাধাটি উপরে উঠে
আসতে পারবে । তখন লোকটি মনে মনে খুব অনুতপ্ত হল এবং আরো দ্রুত মাটি ফেলে গাধাটিকে উপরে নিয়ে আসতে পারল ।


৪) এক গ্রামে এক বিদ্বান ব্যক্তি ছিল । গ্রামবাসী প্রতিনিয়ত তার কাছে এসে একই সমস্যা বলত ।
বিদ্বান লোকটি তাদের একই সমস্যার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিল । সে তাদের সবাইকে একটা হাসির কৌতুক বলল ।
গ্রামবাসী সবাই শুনে হাসল । আবার একই কৌতুক পুনরায় বলল । দেখা গেল কেবল মাত্র কয়েকজন ব্যতিত কেউ হাসল না ।
তিনি আবার একই কৌতুক তাদের বললেন , এইবার কেউ হাসল না ।

লোকটি তখন মুচকি হেসে বলল ," তোমরা একই কৌতুক পুনরায় শুনে হাসনা অথচ একই সমস্যার কথা নিয়ে প্রতিনিয়ত আমার
কাছে কেন আস?" তোমাদের নিজেদের সমস্যা নিজেরাই চেষ্টা করলেই সমাধান করতে পারবে ।''

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: তিন নাম্বারটা বেশী ভালো লেগেছে

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

বলেছেন: মনে হচ্ছিল একটা গল্পের বই পড়ছিলাম

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কথা শুনে ভাল লাগল

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ১ নাম্বার টা ভালো ছিল

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলে...

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

শাহারিয়ার ইমন বলেছেন: কি চলে ট্রাম না গাড়ি ? B-)

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

কিশোর মাইনু বলেছেন: ১/ যা দেখা যায় তাই সব কিছু নয়। চোখের দেখায় সব নয়। গল্পের পিছনে ও একটা গল্প থাকে।
২/এটা সেরা ছিল।
৩/চরম শিক্ষণীয় একটি কাহিনী।
৪/আসলেই। একই সমস্যা নিয়ে দ্বারে দ্বারে না ঘুরে তার সমাধানের চেস্টা করা উচিত।

ধন্যবাদ কিছু সুন্দর শিক্ষণীয় গল্পের জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

শাহারিয়ার ইমন বলেছেন: প্রথমে আমার ব্লগে স্বাগতম আপনাকে ,সম্ভবত এর আগে কমেন্ট করেননি । আপনি যি বিষয় গুলো বলেছেন সেগুলো আমি জানি ,এই জন্যই গল্পটা দেয়া ।গল্পের মোরাল আমি পাঠকদের উপর ছেড়ে দিয়েছি ।ভাল থাকবেন

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

কিশোর মাইনু বলেছেন: :|
না ভাই। হয়নি আগে পোস্ট করা। বাট পড়ি আপনার পোস্ট। আপনার দুটি পোস্ট আমার বিশেষ ভাবে মনে আছে। ছাত্র আন্দোলনের পুলিশ কোন চ্যাটের বাল নামক এক্টি পোস্ট, আর দ্যা আলকেমিস্ট বইয়ের রিভিউ। B:-/
বাই দ্যা ওয়ে, আমার ব্লগবাড়িতে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: ওকে ভাই ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০১

ওমেরা বলেছেন: এক আর দুই আগেই জানতাম তাই তিন নাম্বারটা বেশ ভাল লাগল।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অনেক সুন্দর সংগ্রহ :)
ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: যি ধন্যবাদ । কেমন আছেন তারপর ?

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আলহামদুলিল্লাহ চমৎকার আছি। তুমি কেমন আছো?


তবে তোমার "ছবি যখন কথা বলে" শিরোনামের ছবিগুলোর মধ্যে থাকা প্রথম ছবিটিকে অপ্রপ্রচারের কারণে লাঞ্ছিত হতে হচ্ছে। এই অপপ্রচার ফেসবোকে চলে, ব্লগে না। দয়া করে তুমি এর দ্বারা প্রভাবিত হয়ে একজন আলেমকে অপমানিত করনেওয়ালাদের সাড়িতে যুক্ত হয়ো না! আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তোমাকে আমাকে আমাদের সবাইকে ভাল রাখুন।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: সরিয়ে দিয়েছি

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ও অসংখ্য শুভকামনা।

আই ল্যাভু ;)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: ওয়েলকাম

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

বাবু িময়া বলেছেন: ভাল

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগে স্বাগতম । ভাল থাকবেন অনেক

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আগে পড়েছি।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আগে পড়েছি।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: এগুলো আমি অনুবাদ করেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.