![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) একটি ৫ বছরের বাচ্চা সুনামির পর সমুদ্রের সৈকতে খালি পায়ে এসে দাড়াঁল । সমুদ্রের ঢেউ এসে বারবার তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে ।
ছেলেটি তখন কান্নারত অবস্থায় সুমদ্রের ঢেউকে বলল , যদি তুমি এক হাজার বারো আমার পা স্পর্শ কর ,আমি তোমাকে আমার মা বাবাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষমা করবনা ।
২) আমি এক বছর ধরে পৃথিবী ভ্রমন করে এসেছি কিন্তু বাড়িতে এসেই মনে হল নিজেকে যেন হারিয়ে ফেলেছি ।
৩) আপনার মৃত্যুর পরে যদি সৃষ্টিকর্তা যদি আপনাকে জিজ্ঞেস করে , " স্বর্গে(পৃথিবীকে স্বর্গ বলা হয়েছে) কেমন জীবন কাটালে?" ,আপনি কি উত্তর দিবেন ?
৪) বোকা লোকটি জানত না সে যা করতে যাচ্ছে তা এক প্রকার অসম্ভব কাজ । কিন্তু সে কাজটি শেষ করতে পারছিল ।
৫) খাবারের অভাবে ক্ষুধায় জর্জরিত ছেলেটের ছবি হাজার হাজার কপি বিক্রি হল ,কিন্তু ক্ষুধার্ত ছেলেটির অবস্থা আগের মতই ছিল ।
৬) অনেক দিন পর একটা নাম্বার থেকে কল আসল ,তার কন্ঠ আমার খুব পরিচিত । কিন্তু সে রং নাম্বার বলে কল কেটে দিল ।
৭)আমার ২০ বছর জীবনে আমি অন্য ছেলেদের তুলনায় কতটা লম্বা এই নিয়ে বেশ চিন্তিত ছিলাম । কিন্তু মাত্র ২ মাসের ব্যবাধানে হুইল চেয়ারে বসে থাকা এক মেয়ের প্রেমে পড়ে গেলাম ।
৮) অফিসের এক ছোট জীবনে প্রথমবার কেরানি ঘুষ নেওয়ার অপরাধে হাতেনাতে ধরা পড়ল ।
ওদিকে ,তার স্ত্রী তাদের ছোট মেয়ের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য হাসপাতালে স্বামীর টাকা নিয়ে আসার জন্য অধীর আগ্রহে বসে আছে ।
ভাল লাগলে , আরো পড়তে পারেন - বেঁচে থাকার গল্প(২)
বেঁচে থাকার গল্প (১)
(গল্পগুলো ইংরেজী ছোট গল্প অনুকরনে লেখা)
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
শাহারিয়ার ইমন বলেছেন: যেগুলো বুঝেননি ,সেগুলো আবার পড়ুন , পরে না বুঝলে নাম্বারগুলো বলুন ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট অব্যহত রাখুন।
আমার ভালো লাগে।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন: জি চেষ্টা করতেছি ,যতদিন পারা যায়
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: ৩ নম্বরটায় মনে হয় ওটা পৃথিবী হবে আর ৮ নম্বরটা একটু ঠিক করে নেবেন।
এছাড়া বাদ বাকীগুলো খুব সুন্দর হয়েছে।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
শাহারিয়ার ইমন বলেছেন: ৩ নং এ পৃথীবিকের স্বর্গ বলা হয়েছে ,৮ নং বুঝতে মনে হয় সবার কষ্ট হচ্ছে ,তাই সরিয়ে দিলাম । ধন্যবাদ অনেক ভুলগুলো ধরার জন্য ।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কালেকশান ভাল...
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: দোয়া রাখবেন ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
আখেনাটেন বলেছেন: আপনার এ সিরিজটা বেশ চমৎকার।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
শাহারিয়ার ইমন বলেছেন: অনেক বেশি অনুপ্রাণিত হলাম ।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: সবমিলিয়ে পড়ে ভালো লাগলো ।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ কবিসাহেব ।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। এরকম পোস্ট ভালো লাগে।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
শাহারিয়ার ইমন বলেছেন: আপনাদের ভাল লাগাতেই স্বার্থকতা । অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
নীলপরি বলেছেন: টিনি টেলস ভালো লাগলো ।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগে স্বাগতম । অনেক অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
ওমেরা বলেছেন: কয়েটা বুঝি নাই তবু ভালই লাগল। ধন্যবাদ।