![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন কেটে গেল ,
অভিমানের পাল্লা ক্রমশ ভারি হয়ে
ভিসুভিয়াসের মত দাঁড়িয়েছে যেন ।
আমিও চুপ তুমিও চুপ ,
বিরহের শৈল্পিক ব্যাথা নিয়ে
দাঁড়িয়ে আছি কোন এক পাহাড়ের খাদে ।
বোবাশহরের অলগলিতে ভালবাসার
বড্ড যেন অভাব , সীমাহীন বিষন্নতা নামে
চাপ চাপ এক অসহনীয় বেদনা ছড়িয়ে পড়ে ।
পার্থিব জঞ্জালে ভারাক্রান্ত দেহমন
শাখা প্রশাখা ছড়িয়ে এক জুবুথুবু বটগাছের মত
আছে দাঁঁড়িয়ে জনমানবহীন ধূ-ধূ প্রান্তরে ।
তবুও আমরা দুজন ভিন্নপথে
কষ্টের কিঙ্কর হয়ে বেঁঁচে আছি লাশের মত ,
এর চেয়ে মৃত্যুর আলিংগন অনেক শ্রেয় ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
শাহারিয়ার ইমন বলেছেন: বেঁঁচে আছি কোনরকম !
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ রাজীব দা
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: চেষ্টা করেছি,আরো ভাল লেখা দরকার
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কবির ভেতর প্রিয়ের চেয়েও দরদ বেশি,
না
দু'জনই সমানেসমান।
ভালবাসার কাছে অভিমান আর সমস্যা কোন মুখ্য নয়!
কবিতা ভাল হয়েছে।
প্লাস++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
শাহারিয়ার ইমন বলেছেন: সমস্ত কবিতা কাল্পনিক
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যযোগ ++++
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
শিখা রহমান বলেছেন: ইমন অভিমান আসলেই বড্ড একাকী করে দেয়। তারপরেও বেঁচে থাকুক অভিমানী কবি।
কবিতাটা ভালো লেগেছে। শুভকামনা কবি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কাছ থেকে অনুপ্রেরনা পাই অনেক আপু ।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
এস এম ইসমাঈল বলেছেন: মান-অভিমান
মিলন -বিরহ ছাড়া
সব প্রেম পানসে হয়ে যায়।
আমি তাই জোর গলায়
গাই বিরহ মিলনের গান।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: কথা মন্দ বলেননি
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮
অলিভিয়া আভা বলেছেন: কবিতায় ভালোলাগা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
শাহারিয়ার ইমন বলেছেন: আপনি মনে হয় আমার ব্লগে প্রথম এসছেন ।অনেক অনেক অনেক শুভকামনা আভা । আপনার নামটা অনেক সুন্দর ।
১০| ২২ শে মে, ২০১৯ রাত ১০:৩২
ল বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
জাহিদ অনিক বলেছেন: মৃত্যু নিশ্চয়ি আরাধ্য-- বেচে থাকুন বরং !