![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/
শান্তলতা বাঁশের পাতা
বাঁশ ঝুম ঝুম করে
শান্তলতার বিয়ে হবে
জমিদারের ঘরে।
জমিদারের ছেলেরা
মুরগী চুরি করে।
অর্ধপথে যেয়ে মোরগ
কক কক করে।
২/
এলোন্টি বেলোন্টি
ঝুমকো জবার ফুল
দাদু সালেকা মালেকা
আসসালামু আলাইকুম।
৩/
ওপেন টু বাইস্কোপ
নাইন টেন টেলিস্কোপ
চুলটানা বিবিয়ানা
সাহেব বিবির বৈঠকখানা
সাহেব বলেছে যেতে
পান সুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
স্প্রিং এর চাবি আঁটা
যার নাম মনিমালা
তাকে দেবো মুক্তার মালা।
এরকম আরো অনেক খেলার ননসেন্স রাইম রয়েছে যেগুলো হারিয়ে গেছে। আমার এই তিনটা ছড়া মনে আছে। কারো অন্য কোন ছড়া মনে থাকলে মন্তব্য করুন। ধন্যবাদ +++
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: কিন্তু সুন্দর।