![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টির অসাধারণ জগতের অতি সাধারণ এক প্রাণী
আমি তো চেয়েছিলাম তোমার সাথেই আমার বিয়ে হোক,,
বিয়ের পর সেই মিষ্টি মধুর ঘটনা গুলী তোমার আর মাঝেই ঘটুক,,
জানো তো আমার লম্বা চুল খুবই পছন্দ,,আমি তো চেয়েছিলাম তুমি গোসল করে তোমার ওই লম্বা চুল নিয়ে আমার সামনে এসে বসবে,আমি তো চেয়েছিলাম তোমার লম্বা,সুন্দর,ভেজা চুলগুলো নিজ হাতে শুকিয়ে দিতে,শুনতে চেয়েছিলাম চুল গুছিয়ে লাভ নাই,তোমার বাচ্চাদের গুছিয়ে দাও স্কুলে যেতে সাথে সমস্ত বাড়িটা গুছোতে ও সাহায্য কর,,আমি তো হাজারো ফুলের সুগন্ধ,সুঘ্রাণ চাইনি, চেয়েছিলাম তোমার ওই লম্বা চুলের বারি খেতে,,,কিন্তু এই কি হলো আমি মাইর খাচ্ছি আমার আম্মুর হাতে।।
আসলে সপ্নের মাঝে এইসব মধুর আলাপ আলোচনা করছিলাম আমি,আমার এইসব বকবকানি মা শুনতে না শুনতেই হাসছিলেন আর আমাকে আদর করে মারতে শুরু করলেন।।
©somewhere in net ltd.