![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টির অসাধারণ জগতের অতি সাধারণ এক প্রাণী
মেয়েটা থাকতো ৪র্থ তলায়,আর ছেলেটি ৩য় তলায়,,
মেয়েরা স্বভাবতই লাজুক,অন্যান্য মেয়েদের মতই মেয়েটি ও অসম্ভব লাজুক প্রকৃতির ছিল, অন্যদিকে ছেলেটা ছিল সাদাসিধে,, দুইজনই একপ্রকার গম্ভীর প্রকৃতির মানুষ হওয়ায় তাদের মাঝে কখনোই কথাবার্তা হত না।।
এভাবেই দিন যাচ্ছিল তাদের,,
ছেলেটি মেয়েটির শুধু মাত্র একটা পছন্দের কথা জানতো,, সেটি ছিল মেয়েটি লিখতে খুব ভালবাসত ,,
হঠাৎ একদিন ছিল মেয়েটির জন্মদিন,, জন্মদিনে দাওয়াত ও পেলো ছেলেটা,অবশেষে ছেলেটা প্রথমবার মেয়েটার জন্মদিনে তাদের বাসায় অর্থাৎ ৪র্থ তলায় যায়,সেই জন্মদিনে ছেলেটা মেয়েটাকে একটি ডায়েরী উপহার দিলো।।
ওইদিন শেষ হল,,
মেয়েটি প্রতিদিনই কোনো না কোনো অজুহাত দেখিয়ে ছেলেটির বাসায় আসতো,, এসে ছেলেটির মায়ের সাথে গল্প করতো,, শুধু দরজাটুকু খোললার। সময় একজন আআরেকজন এক পপলক দেখত, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু তবুও তাদের মাঝে কখনো কথা হয়নি।।
অন্যান্য দিনের মত সেদিন সন্ধ্যায় ও মেয়েটি ছেলেটির বাসায় উপস্থিত,, প্রতিবারের মতই দরজা খুলল ছেলেটি,, আজ মেয়েটিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল,, আর দেখাবেই না বা কেন,, আজ যে তার বিয়ে,, বিয়ের দিন মেয়েদের এমনিতেই সুন্দর দেখায়,,
এই দেখে ছেলেটি আর কিছু বলল না,,,চোখের পলকটুকু সরিয়ে নিল,,
সাথে সাথে মেয়েটি বলল আন্টি বাসায় আছেন,, ছেলেটি বলল না আম্মু তো আজ বাসায় নেই,একটু বাহিরে গেছেন,,
এই প্রথম ছেলেটি মেয়েটির সাথে কথা বলল,,
আজকের মতই সেদিন ও বৃষ্টি পড়ছিল,,
মেয়েটি ছেলেটাকে বলল চলেন বৃষ্টিতে ভিজবেন,,
এই কথা শুনে ছেলেটি মুখফুটে একটা কথা বলেই ফেললো,,
""ভিজতেছি সেই ৬ বছর ধরেই আপনার ভালবাসার জলে, তাই এখন আর বৃষ্টির জলে ভিজার কোনো ইচ্ছে আমার নেই""""
ছেলেটির মুখ থেকে এ কথা শুনার পর, মেয়েটি হতবাক হয়ে গেলো,, কিছু না বলেই, এক মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলো।।
বাকি ইতিহাসটুকু মেয়েটা ছেলেটার দেওয়া ডায়েরীতে লিখেছিল, যা আজ অবধি অপ্রকাশিত।।
সেদিনের পর থেকে ছেলেটি আর কখনোই নিজ ইচ্ছাতে বৃষ্টিতে ভিজেনি।।
কিছু সম্পর্ক পুর্ণতা পায় না,অসম্পুর্ণ থেকে যায়।
কাওকে ভালবাসলে আজই বলে দিন।
ফেইসবুকে আছি :m.facebook.com/emdadulhaque.ehr
©somewhere in net ltd.