নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার বিকাশ চাই

আমাকে ফেবুতে খুজতে https://www.facebook.com/eislamul

বি, এম, ইমন

বি, এম, ইমন › বিস্তারিত পোস্টঃ

যারা বুয়েটে চান্স পায়নি তাদের জন্যে

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

“আমার বাবা-মা তো আসলে সন্তান হিসেবে আমাকে জন্ম দেয় নি। আমাকে জন্ম দিয়েছে একটি মেশিন হিসেবে। তারা খালি আমার কাছে রেজাল্ট চায়। আমিতো চেষ্টা করেছি। পারিনি। এটা কি আমার দোষ? আমিতো মেশিন না বাবা, আমি তো মানুষ!”



আজ বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি নিশ্চিত চান্স না পাওয়া একটি বড় অংশের মনের এইই হাল। কারন তাদের বাবা মা তাদের উপর যথেষ্ট রকমের হতাশ। যারা বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করে তারা প্রত্যেকেই সেখানে চান্স পাওয়ার যোগ্যতা সম্পন্ন। তাই হতাশা শুধু বাবা-মা নয়, তাদের নিজেদের মধ্যেও কাজ করে। কিন্তু বাবা-মা পারেন তাদের হতাশা সন্তানের উপর ঝেড়ে দিতে। কিন্তু বেচারা সন্তানটি কি করবে? কোথায় ঝাড়বে তাদের এই হতাশা?



সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটা ঘটে যখন বাবা অথবা মা কেউ সামনে এসে জিজ্ঞাসা করে, “চান্স পেলি না কেন? কোচিং এ ক্লাস করতি তো প্রতিদিন? প্রতিদিন ক্লাস করলে তো চান্স না পাওয়ার কথা না! ক্লাসের নাম করে আড্ডা দিয়ে বেড়াতি নাকি?”

ছোট ভাইয়ারা, এই প্রশ্নের উত্তর দেবার কোন দরকার নেই। সব প্রশ্নের উত্তর হয় না। কিছু প্রশ্ন হয়ই শুধু প্রশ্নটি করার জন্যে। উত্তরের জন্যে না। দাঁতে দাঁত চেপে পড়া শুরু করো। সামনে আরো অনেক পরীক্ষা আছে। কোথাও না কোথাও ইনশাল্লাহ হয়ে যাবে। তাও যদি না হয় আগামী বছর আবার পরীক্ষা দিবে। আরো ভালো প্রস্তুতির সাথে। কিন্তু বাবা-মা-সমাজের এসব প্রশ্নের উত্তর তাদের সাথে ঝগড়া, বেয়াদবি বা তর্কের মাধ্যমে নয়, দিতে হবে রেজাল্টের মাধ্যমে।

মনে রাখবে, জীবনের রাস্তা কখনোই একটিমাত্র হয় না। জীবনের সামনে অনেক রাস্তা খোলা থাকে। একটু কষ্ট করে খুজে নিতে হয় শুধু । যে মনে করে তার জীবনের এই একটিই রাস্তা সেইই কিন্তু জীবনে ধরা খায়। তোমরা ধরা খেও না।



আমি নিজেও স্বপ্নে দেখতাম, আমি হবো ইঞ্জিনিয়ার। আমি যতোটা স্বপ্নে দেখতাম তার চেয়ে বলা ভালো বাবা-মায়ের স্বপ্ন পুরনের জন্যে নিজের স্বপ্নে ইঞ্জিনিয়ার জিনিসটা স্থান দিয়ে দিয়েছিলাম। আমাদের দেশের লেখাপড়ার জগতে ডাক্তার-ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোন বিষয়কে আসলে ঠিক প্রেস্টিজিয়াস মনে করা হয় না। বুয়েট রেজাল্টের দিন আমাকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। হ্যা, আমিও বুয়েটে চান্স পাই নি। ইঞ্জিনিয়ারও হতে পারি নি।



কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। বুয়েটে চান্স পাই নাই বইলা কি ভাইস্যা গেছি নাকি? তোমরা যেন হতাশার করাল গ্রাসে ভেসে যেওনা। এখনই টিকে থাকার আসল সময়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

রাজীব বলেছেন: একমত++

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

যম দুত বলেছেন: ইঞ্জিনিয়ার হবার খুব ইচ্ছা থাকলে প্রাইভেটে যাওয়া যেতে পারে। মেধা জরুরী না টাকা থাকলেই সার্টিফিকেট পাওয়া যাবে। B-)) B-)) B-)) B-))

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

বি, এম, ইমন বলেছেন: চান্স পাওয়াটা জরুরি ছিল। সেটা পূরণ হয়েছে। এখন পাস করা জরুরি। কেন যেন সেটা পূরণ হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.