![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা......... আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই । ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন মনের কথা কই ।" [email protected]
কবিগুরুর অসাধারন এই গানটি শুনে নিন আরেকবার। মনটা ভালো হয়ে যাবে এক মিনিটে। সাথে জেনে নিন আরো কিছু তথ্য।
তথ্যপঞ্জি:
শুরুতে এটি ছিল কবিতা।১৩৩৮ সালে বর্ষামঙ্গল উপলক্ষে কৃষ্ণকলি নামক এই কবিতায় সুরারোপ করেন কবি। ক্ষনিকা কাব্যগ্রন্হে যুক্ত করা হয়েছে এটি। ধারনা করা হয় ১৩৩৮ সালে কবির ৭০ তম জন্মদিবসে শাপমোচন নাটকের জন্য কবি এটিতে সুরারোপ করেন।
উৎসগ্রন্থ: ক্ষনিকা
পর্যায়: বিচিত্র
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
প্রথম রেকর্ড: শান্তিদেব ঘোষ, এইচ, এম, ভি।
সাদি মোহাম্মদের কন্ঠে শুনুন এইখানে
কৃষ্ণকলি আমি তারে বলি
মনোজ মুরলি নায়ারের কন্ঠে শুনে নিতে পারেন এইখান থেকে
কৃষ্ণকলি আমি তারে বলি
গানের কথা
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ’পরে লোটে।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার ‘পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণচোখ।।
১০ ই মে, ২০১১ রাত ২:৫৫
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ পেঁচালি। আপনার লিংক দেখে মজা পাইছি।
২| ১০ ই মে, ২০১১ রাত ২:৪৯
রাজসোহান বলেছেন:
১০ ই মে, ২০১১ রাত ২:৫৬
ইমন কুমার দে বলেছেন:
৩| ১০ ই মে, ২০১১ রাত ৩:০৬
মনিরাজ সরকার বলেছেন: অসাধারণ একটা গান.............আপনাকে অসংখ্য ধন্যবাদ
১০ ই মে, ২০১১ সকাল ৮:৫৭
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ মনিরাজ। গানটি আসলেই অসাধারন।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১১ রাত ২:৪৬
পেঁচালি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
Click This Link