| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন কুমার দে
"আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা......... আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই । ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন মনের কথা কই ।" [email protected]
একটু আলোর রোদটাকে যেই জলের ঢেউয়ে ছুই;
হাসিস বুঝি? চুল এলানো খিলখিলানো সই।
হাসির তোড়ে দীঘির পরী, টুপ করে দেয় ডুব,
দৌড়ে পালাস, একটু বাদেই সবকিছু হয় চুপ।
দাঁড়া বলছি!হারাস নে সই, আমায় নিয়ে চল;
দুজন মিলে কুড়ায় নেবো বকুল ফুলের দল।
গাঁথবি মালা, পড়বি বালা, ছুটবি মাঠের ঘাসে,
চোরকাঁটা তোর শাড়ির আঁচল গাঁথবে ভালোবেসে।
আমি পড়ব পাতার মুকুট, মালতিলতার গুচ্ছ
আনবো তুলে তোরই জন্য, করে সকল তুচ্ছ।
স্বচ্ছ জলের দেখবো ছায়া, ডাকবো দীঘির পরী;
হাসবে পরী, বলবে ঠিকই, আহা! মরি মরি।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৯
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০
তপোবণ বলেছেন: সুন্দর কবিতা। বুনন খুব ভাল লেগেছে।