| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন কুমার দে
"আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা......... আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই । ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন মনের কথা কই ।" [email protected]
একটা জোনাক দীপ জ্বালালো
ভাঙলো কলির ঘুম;
চুপটি করে আলোক রানী
করলো গালে চুম।
লাজুক কলি হাসলো ভীষণ
শুনলো পূবের হাওয়া;
ভেসে এলো দৌড়ে এলো
হাজার মানিক পাওয়া।
পূবের হাওয়ার হিমেল কাঁপন
সবুজ পাতার দল;
উঠলো গেয়ে একসাথে সব
চলরে চলরে চল।
নাচল জোনাক নিভলো জোনাক
চাইলো আলো ছন্দ শোনাক
গাইলো হাওয়া লাজভাঙানি
কাঁপলো কলির পাপড়িখানি।
উঠলো ফুটে লাজুক কলি
রঙিন রঙিন পাপড়িগুলি।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ আপনাকে
২|
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
মোস্তফা সোহেল বলেছেন: ছড়াটি খুব সুন্দর হয়েছে।
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
৩|
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: প্রকৃতির সুন্দর মিশেল।
++++
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
ইমন কুমার দে বলেছেন:
ধন্যবাদ বিজন দা
৪|
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!
কেমন আছো!!!!!!!!!!
তোমাকে দেখে জানতে এলাম!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
ইমন কুমার দে বলেছেন: শায়মা, ভালো আছি। কি খবর সবর?
৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ সুন্দর !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০
শায়মা বলেছেন: আমি অনেক অনেক ভালো আছি ভাইয়া!!!!
নাচ কি ছেড়েই দিয়েছো!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
ইমন কুমার দে বলেছেন: ছাড়ি নি তো..। রেগুলার ই তো ফেসবুক ইউটিউবে পোস্টাই
।
৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
সোহানী বলেছেন: ছন্দির কবিতায় ++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
ইমন কুমার দে বলেছেন: ধন্যবাদ সোহানী
৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: ওকে তাহলে দেখবো আমি! ![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
ইমন কুমার দে বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর ঝংকার
, ভাল লাগা জানবেন।