| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন কুমার দে
"আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা......... আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই । ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন মনের কথা কই ।" [email protected]
একটা স্বপ্ন মাঝে মাঝে দেখতাম। অনেক আগে। উঁচু নিচু টিলার মাঝখান দিয়ে বন্ধুর রাস্তা। যেন কিসের খোঁজে চলেছি। আমার পড়নে সবুজ রঙের শার্ট। মাঝপথে কিছু অপরিচিত, কিন্তু অসম্ভব রকমের সুন্দর ফুল ফুটে থাকা গাছ। অনেকক্ষন হাঁটাপথ। একটা জায়গায় গিয়ে পথ শেষ। ঝর্ণা ঝরছে আর নীচে খুব বিশাল নয় আবার ছোটও নয় এমন একটি স্বচ্ছ পানির জলাধার। স্বপ্ন মাঝে মাঝেই ওখানে শেষ হতো না। আমি অনেকক্ষন ঝর্ণার আশেপাশে হাঁটাহাটি করতাম। একা। ওখানেই কি যেন খুঁজে বেড়ানো। ঠিক জানি না। আমি আমার হাতের মুঠোয় সেগুলা ভরে নিতাম। কিসের যেন তাড়া থাকতো। আমি আবার ফেরত আসার চেষ্টা করতাম একই পথ ধরে। আশ্চর্যজনক ভাবে যাওয়ার পথের সুন্দর গাছগুলিকে তখন আর দেখতাম না। সে যেন অন্য পথ। মন খারাপ করে কান্না পেতো। আমি উৎসে ফিরে যেতে পারতাম না। ঘুম ভেঙে যেতো। খেয়াল করতাম চোখে ফোটা ফোটা জল।
.
.
.
সেই সবুজ শার্টেই নিজেকে দেখতে ইচ্ছে হয় এখন। অনেক ঘুরে আমি যেন কোন এক জায়গায় এসে পৌছেছি। অল্প দূরেই দাঁড়িয়ে আমার সবচাইতে কাছের মানুষগুলি। তারা সবাই হাসছে। আমিও হাসছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪
ইমন কুমার দে বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা। ![]()
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: মানুষের জীবন একটা চক্র।
দোয়া করি প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকুন।