নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশপ্ত জনতা

অভিশপ্ত জনতা › বিস্তারিত পোস্টঃ

♠♠♠তোমায় উৎসর্গ করলাম♠♠♠

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

ঠিক ঠিক করে পেরিয়ে যাচ্ছে অজস্র সময়। গন্তব্যহীন সময়ের স্রোত বেধে রাখা পৃথিবীর অসম্ভব কাজগুলোর একটি। এ গতি বড়ই নিষ্ঠুর, বড়ই নির্দয়। ভাবলেশহীন দৈতরুপ প্রতিমূর্তি এক। ছোবল মেরে প্রেমময় মূহুর্তগুলো গ্রাস করে অতিসত্বর বেদনা বিদূর রক্তের স্রোতস্বিনী প্রবাহিত করে সম্মুখে এগিয়ে চলে।

ঘড়ির কাটা ঘুরে ঘুরে ভাগ্যের নির্মম পরিহাস আজ আমায় বন্দি করে রেখেছে। আজ আমি জীবন্ত মৃত। কৃত্রিম নরকে বসে বসে জীবনের হিসেব কষছি। বারংবার তোমার সৃত্মি আমার হিসেব শূন্যের কোটায় নিয়ে আসছে। বিগত ছয়টা মাস কারাগারে বসে বসে তোমার সৃত্মি হাতড়ে খুজছি।

জানি, আমি জানি..........
তোমাকে আজ আমার কিছুই করার শক্তি নাই। কারণ তুমি আমার বাহুবন্ধনের আওতামুক্ত। তোমাকে আর কোন দিন প্রেম নিবেধন করতে পারবোনা। আর কোন দিন তোমাকে নিয়ে কাল্পনিক অন্দর মহলে প্রবেশ করব না। আর কোন দিন তুমি এই পথ দিয়ে হাটবে না। আর কোন দিন পিছু ফিরে তাকালে তোমাকে দেখবনা। আর কোন দিন তুমি আমায় শাসন করবেনা। আর কোন দিন তোমার মিষ্টি ললাট খানি দেখতে পাব না, বলবে ঃ আমি তোমাকে ভালবাসি।

তাই বলে ভেব না..........
আমি তোমাকে একেবারেই ভুলে গেছি।

না, এই রকম স্বার্থপর আমি নই।

তুমি জানো?

কোন জোসনা রাতে, বেদনা পিড়িত হয়ে একাকী দূর আকাশে তাকিয়এ তারার মাঝে তোমাকে খুজবো। চাদের সাথে তোমাকে তুলনা করব। গাছপালা আকাশ বাতাসকে বুকপাটা চিৎকার করে বলব ঃ আই লাভ ইউ*** জানি, তখন তুমি প্রিয়র বুকে মাথা রেখে সুখের রাজ্যে বিচরণ করবে।আমার গগনবিধারি ডাকে তঅমার সাড়া না পেয়ে রাতের কালো কএ স্বাক্ষি রেখে, জলন্ত অগ্নি মুখে নিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে নিজের অজানতে দুফোটা অশ্রু তোমাকে উৎসর্গ করব।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.