![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন দুজনের সপ্ন এক রেখায় আকা ছিল.. আজ বড্ড দূরে সরে গেছি... আমি তোমার সেই ইমু সোনা...
আমার পিচ্চিরে নিয়ে বাইরে গেছি...... নাছড়বান্দা যাবেই আমার সাথে। আমি দোকানে সদাই কিনছি দেখি আরেক পিচ্চির সাথে দৌড়াদুড়ি লাগায় দিছে, ধমক দিয়ে কাছে এনে বাসলাম।
-আম্মু ওদে(রৌদে) দৌড়ালে কি হয়?
-গরম বাবা অসুখ করবে, মাথার মগজ গলে যাবে।
কিছুক্ষন পর রোদের মধ্যে হেটে আসছি দেখি ওর দুইকান চেপে ধরে আছে।
-কি হইছে বাবা কান ধরে আছ কেন?
-গ’মে মলজ(মগজ) বের হয়ে যাবে।
আমি হাসলাম......ওরে বলছি গরমে মাথার মগজ গলে যাবে তাই মনে করছে মগজ যদি গলে কান দিয়ে বের হয়ে যায় হা হা। পিচ্চিরা কত অল্পেই বিশ্বাস করে। আর আমরা চোখের সামনে নির্দশন দেখেও বিশ্বাস করি না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
ইমু সোনা বলেছেন: কেন ভুল বলছি নাকি?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুল নয়তো কি!
মগজ কি গলে বের হয় নাকি
আমি বোঝাতে চেয়েছি আপনার পুচকি যেহেতু ইন্টেলেকচুয়াল, তাই তারে এভারেজ ডায়ালগ না দিয়ে বরং রিয়েল ইনফো ক্রিয়েটিভলি দিলে ওর বিকাশ আরো দারুন ভাবে গড়ে উঠবে।
ওখানে যেওনা ভুত আসবে না বলে- ওখানে না গেলেই ভাল! চল আমরা অন্য কিছু করি টাইপের ষ্ট্যাটম্যান্ট দেয়া আর কি!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ইমু সোনা বলেছেন: ও বুঝছি বিদ্রহী ভাই... ঠিকই বলেছেন ভাই।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
সুমন কর বলেছেন: পিচ্চির জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
তা পিচ্চির নামটা তো বলেল নি !!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
ইমু সোনা বলেছেন: পিচচির নাম মুসফি... আমাদের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নামের কাছা কাছি
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা। পিচ্চিরা কত অল্পেই বিশ্বাস করে। আর আমরা চোখের সামনে নির্দশন দেখেও বিশ্বাস করি না।
আর ভূলেও অমন ধরনের কথা বইলেন না!