নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোৎস্নাকে সাথে নিয়ে পাড়ি দেই দুঃখ সাগর

মিথ্যে এ স্বপ্ন আকা

ইমু সোনা

যখন দুজনের সপ্ন এক রেখায় আকা ছিল.. আজ বড্ড দূরে সরে গেছি... আমি তোমার সেই ইমু সোনা...

ইমু সোনা › বিস্তারিত পোস্টঃ

কাচ্চা কাহন

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

ছোট্ট পিচ্চি গুলকে দেখলেই এক ধরনের আদর আদর অনুভুতি হয়। আমার পাশের বাসার পিচ্চিটারে দেখলেই মনে হয় সদ্য প্রস্ফুটিত ফুলের কথা। আমি সুযোগ পেলেই কিছুক্ষণ কলে নিয়ে বসে থাকি। তবে তখন আমার পুত্রধনের আর সহ্য হয় না। কেবল পাশ দিয়ে রাগ রাগ চোখে ঘুরতে থাকে আর সুযোগ পেলেই শিশুটারে আস্তে আস্তে কয়েকটা চড়। আমি দেখতে পায়ে থামালাম, অরে মারলি কেন?
মারনি ত আম্মু আদন( আদর) করছি......
আদর কি এইভাবে করে নাকি, চড় মারার মত করে... খুব হিংসা তাই না।
ভাবি বাধা দেয় বলেন, ও ত আদরই করছে...
মা বলেন এখঙ্কার পিচ্চিগুলো বলে জন্ম থেকেই মাথায় কম্পিউটার নিয়ে আসে... তবে কম্পিউটার নিয়ে না আসুক মোটামুটি মিথ্যায় ট্রেনিং নিয়ে আসে।সেইদিন এক গ্লাশ পানি বিছানায় ফেলে বলে কিনা ঐ বাবু হিসি করে দিছে। আমি বললাম ও ত প্যম্পাস পরা সি সিটা বাইরে আসল কেমনে?
ও ত প্যম্পাস খুলে পিসি করে আবার পড়ছে...
আমরা ত হাসতে হাসতে গড়া গড়ি দেই আরকি।
ভাবি বলেন আমার বাবুরে এত হিংসা নিজের ভাই বোন হলে কি করবি...।
জবাবে কয় কি-- বলল, তোমার ভাই বোন কে তোমরা মার নি...
আমার ভাইয়ের ছেলেটা একদিন রাগ করে বলেই ফেলল আমি যদি দাদু হতাম সব কটারে পিটাইতাম।ওর ধারনা ও ছোট দেখে সবাই ওরে মারে দাদু হইলে সবাইরে একটু মাইরও দেওয়া যেত আরকি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

আরণ্যক রাখাল বলেছেন: :) :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

ইমু সোনা বলেছেন: :) :D

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম পিচকি এখনকার গুলান!!!

মনে হয শতবছর এডভান্স!

পাকনা/পাকুনি, বুদ্ধি যেন কিলবিল করে! আর যুক্তি ... বাপরে.. টাশকিত হতে হয়!

বাবুর জন্য শুভকামনা!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

ইমু সোনা বলেছেন: ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । পিচ্চির পিচ্চামী !!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

ইমু সোনা বলেছেন: সারাদিন কাচ্চামি লেগেই আছে

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

গেম চেঞ্জার বলেছেন: দাদু হইলে সবাইরে একটু মাইরও দেওয়া যেত আরকি

বাহ বাহ বাহ

কি মসৎকার আইডিয়া।

ভাই আপনার লেখা পড়ে অনেক হিউমার পাইলাম। +++++++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

ইমু সোনা বলেছেন: ওদের দস্যিপনা আর আইডিয়ার শেষ নেই....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.