| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
হুশিয়ায় হুশিয়ার হুশিয়ার- সাবধান—সাবধান--সাবধান ...
...
...
ম্যাচ ফিক্সিং করে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত এই তিনজন যুক্তরাজ্যের একটি আদালতের মাধ্যমে সাজা ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছে। ক্রিকেটার হিসেবে ও জাতি হিসেবে একমাত্র এরাই এই বিরল রেকর্ডের অধিকারী হতে পেরেছে, যারা ক্রিকেটকে কলঙ্কিত করার অপরাধে ফৌজদারী সাজা পেয়েছে। সবাইকে সাবধান থাকতে হবে কারন এইসব অপরাধীরা সাজা ভোগ করে এখন জেলের বাইরে এবং যেকোন সময় আবারো যেকোনো অঘটন ঘটাতে পারে।
সাবধান সাবধান সাবধান---বিপিএলে যেন এরা বা এদের জাত ভাইরা কোন ধরনের অঘটন না ঘটাতে পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান যাইতেছে।
দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলুন “পাকি মুক্ত বিপিএল চাই, সত্যিকারের খেলা চাই“
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
পত্রদূত বলেছেন: পাকিরা আসুক কোণ সমস্যা নাই,চেক দিয়া রাখমু,চেক দিয়া খেলামু। কিন্তু পিসিবির বড় বড় কথা কিন্তু গায়ে জ্বালা দেয়।
২|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: দেশপ্রেমিক পোলা না পাকিপ্রেমিক পোলা বুঝলামনা , বিশ্বকাপেও তারা ম্যাচ ফিক্সিং করেছে এবং বিপিএল ১ এও নাছির জামসেদ ম্যাচ ফিক্সিং করেছে , শুধুই বিপিএল এর সম্মান রক্ষা করার জন্যই বিসিবি তায় গোপন করেছিল ।
৩|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
নট ডিফাইন বলেছেন: ভাইরে বাংলাদেশ ওগো দেশে না যাওয়াতে জাকা আস্রাফ সহ মালালাদের সেকি শীৎকার,
তবে ওরা বিপিএল এ আসলেও মেশিন কিন্তু চলবে
৪|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: ++++++
৫|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
দেশপ্রেমিক পোলা বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: দেশপ্রেমিক পোলা না পাকিপ্রেমিক পোলা বুঝলামনা।
আমার কমেন্ট দেখেও বুঝলে না? মাথায় ঘিলু নাকি অন্যকিছু? তুমি একটু ভাল করে চিন্তা করে দেখিও আমি কি প্রেমিক। আমার প্রফাইলে যেয়ে দেখিও।
৬|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
িনহাজ রিমন বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
দেশপ্রেমিক পোলা বলেছেন: না ভাই ওরা সাজা পেয়েছে বলেই বাকীরা সাবধান হয়ে গেছে। পাকিরা আসলে বিপিএল বাড়তি মাত্রা পাবে। আমি চাই ওরা আসুক। এতে আমাদের ক্রিকেটেরই লাভ। যত ভাল খেলোয়াড় খেলবে এখানে ততই আমরা উন্নতি করতে পারব, যেটি আমরা ইতিমধ্যেই করেছি। এশিয়া কাপ ওয়েস্ট ইন্ডিজকে হারানো সবই বিপিএলের কারণে।