নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

:P:P: হরতালে কি তেলের দাম কমেছে ? রাজনৈতিক দলগুলো কি দিয়েছে আমাদের ?

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

আওয়ামীলীগ,বিএনপি,জামাত,জাপা,ডান-বাম,হেন আর তেন সবই এক প্রকৃতির ও একই ধারার রাজনৈতিক দল,ভিন্ন শুধু নামে। ক্ষমতায় থাকলে মুখ বুঁজে দুই হাতে কামায় আর ক্ষমতার বাইরে থাকলে বড় বড় কথাও মায়াকান্না।



আমাদের রাজনৈতিক দলগুলো যে মানুষের কষ্টকে আরোও বাড়িয়ে দিতে ও বেহুদা কর্মকান্ড করে আমাদের দেশের উন্নয়নের লাগাম পিছনে টেনে ধরাতে সিদ্ধহস্ত আজকের হরতাল তার আরেকটি প্রমান। আজ বিএনপি ও তাদের জোটের চেলারা করছে, এর আগে আওয়ামীলীগ ও জোট চেলারা করেছে।



দেশ যা কিছু এগিয়েছে তা শুধুমাত্র সাধারন মানুষের কষ্ট ও অক্লান্ত চেষ্টার জন্য হয়েছে।



রাজনৈতিক দলগুলো দিয়েছে "ঘোড়ার ডিম"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

নন্দনপুরী বলেছেন:










দেশ যা কিছু এগিয়েছে তা শুধুমাত্র সাধারন মানুষের কষ্ট ও অক্লান্ত চেষ্টার জন্য হয়েছে।

রাজনৈতিক দলগুলো দিয়েছে "ঘোড়ার ডিম"

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উফ BNP SUCKS !!!! U TOO আওয়ামী!! তেলের দাম বাড়ছে, হরতাল করতে নামছে আমাদের প্রাণ প্রিয় বিরোধী দল। কিন্তু কেন?

আমার মত এখানে পাবেন,
আপনারটা জানিয়ে যাবেন, ,
ভালো থাকবেন, ভাল থাকবেন!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

টুটুল২০০৮ বলেছেন: এই হরতালে কুত্তাও লজ্জা পায়। মিছিল করে ৫/৬ জন !!!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

আমি বন্য বলেছেন: Thik bolechen .. ekmot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.