নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

B-)B-)B-)আমার চোখে বাংলাদেশের সেরা একাদশB-)B-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

বর্তমানের এই দলটি ভারত,শ্রীলংকা,নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজকে যেকোন ফরম্যাট এর ক্রিকেটে হারানোর ক্ষমতা রাখে এবং অন্যদলগুলোর সাথে করতে পারে কঠিন লড়াই।



১। তামিম

২।আনামুল

৩।মুশফিক রহিম

৪।সাকিব

৫।মাহমুদুল্লাহ

৬।নাসির

৭।মমিনুল

৮।সোহাগ গাজী

৯।মাশরাফি

১০।শফিউল

১১।আব্দুর রাজ্জাক



স্ট্যান্ডবাই > জিয়া,নাইম,ইলিয়াস সানী।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

আবিরে রাঙ্গানো বলেছেন: একটি মাত্র পরিবর্তন আমার টিমে।
১০। শফিউলের পরিবর্তে জিয়াউর রহমান।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

পত্রদূত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই দলটিতে ক্রিকেটের তিনটি ফরম্যাটের কথাই বিবেচনা করা হয়েছে। কিন্তু আপনার পছন্দও দারুন। জিয়া আমারও একজন প্রিয় খেলোয়াড়।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

শোয়েব হাসান বলেছেন: ভাই নাসির কে একটু উপরে উঠানো দরকার ৪-৫ এ

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

পত্রদূত বলেছেন: নাসির তো ওর জায়গাতে স্বাচ্ছন্দে খেলছে,ওকে ডিস্টার্ব করা ঠিক মনে করিনি,সাথে সাথে আরেকটু অভিজ্ঞতাও অর্জন করুক,সামনে ওর উজ্জ্বল ভবিষ্যত।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

আবূ তালহা সানি০০৭ বলেছেন: m0minul r ak2 up0re khelle val0 h0y.cz last dike ak2 str0k player d0rkar.
J0di kun0 upay na thake up0re khelan0r tayle or jaygay zia khala ucit b0yla m0ne h0y

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

স্বপ্ন বাজীকর বলেছেন: ১। তামিম
২। আনামুল
৩। সাকিব
৪। মুশফিক রহিম
৫। মাহমুদুল্লাহ
৬। মমিনুল / জিয়া (T20) / নাইম
৭। নাসির
৮। সোহাগ গাজী
৯। মাশরাফি
১০। শফিউল
১১। আব্দুর রাজ্জাক

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

আবিরে রাঙ্গানো বলেছেন: ৩ ফরম্যাটেই একই টিম দিয়ে খেলানোর কোন দরকার নেই আমাদের। কারণ আমরাও এখন অন্য দলের মত টেস্ট বা ওয়ানডে স্পেশালিস্ট পেয়েছি। সুতরাং ওয়ানডে বা টি২০ তে জিয়াকে নিতেই হবে। আর টেস্টে শফিউলের পরিবর্তে জিয়াকে নিলেও দলে তেমন কোন ইফেক্ট পড়বে না। জিয়াকে নিতে মমিনুলকে বাদ দিতে হলেও আমার কোন আপত্তি নেই। কারণ বাংলাদেশে এই একজন মাত্র প্লেয়ার আছে যে গায়ের জোরে ছক্কা মারতে পারে। এমন প্লেয়ার আমাদের খুব দরকার শেষের অভারগুলোতে। কারণ কিছু কিছু ম্যাচ এমন একজন প্লেয়ারের কারণেই বের হয়ে আসে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ টি২০-তে তামিম-মাহামুদুল্লাহর ব্যাটিংয়ের কথা মনে আছে? অনেক চেষ্টা করেও ছক্কা মারতে পারেনি অথচ আমাদের হাতে উইকেট ছিল ৯ টা। ওরা যদি ম্যাচের মাঝের অভারগুলোতে ঐভাবে সিংগেল না নিয়ে ২/৩ টি বল বাইরে পাঠাতে পারতো তাহলে আমরাই জিততাম। বল যত ভালই হোকনা কেন লাগলে ছক্কা হবে এমন প্লেয়ার ঐসব ম্যাচে খুবই দরকার।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

পত্রদূত বলেছেন: আপনাকে সাধুবাদ জানাই। চাই আরো অনেক অনেক আলোচনা,পর্যবেক্ষন ও রিসার্চ। ক্রিকেটকে ছরিয়ে দিতে হবে দেশের প্রতিটি কোনায়,তুল্লে আনতে হবে ভালো খেলোয়াড়দের প্রত্যন্ত অঞ্চল থেকে। এই ক্রিকেটি হতে পারে আমাদের ভবিষ্যতের হাতিয়ার ,বিশ্বকে দেখাবার। ভারত,শ্রীলংকা,পাকিস্তান পারলে আমারও পারবো।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

নেংটি ইদুর বলেছেন: রকিবুল কই? B-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

পত্রদূত বলেছেন: গুড জোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.