নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

B-)B-):Dজমে উঠেছে বিপিএল,সাথে একটা সুখবর একদম ফ্রী:DB-);):)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১





পোস্টের শেষ লাইনের সুখবরটা পড়ে বাংলাদেশের যেকোন ক্রিকেটপ্রেমীর মন নেচে উঠবে তা জানি কিন্তু/:)









সেটা করতে হলে আগে তো মাঠে গিয়ে খেলা দেখতে হবে, নাকি ?



আমাদের দেশের খেলা।

আমাদের দেশী খেলোয়ারড়া ভালো খেলছে,ওদেরকে উৎসাহ দিতে আমরা যদি স্টেডিয়ামে না যাই , কিমুন লাগে মামা ??



ফাঁকা স্টেডিয়াম ফাঁকা গ্যালারী কি আমাদের জন্য লজ্জার না বলেন?



এবার সুখবরটা নেন :-*



"সাধারন দর্শকদের জন্য লটারীর মাধ্যমে ওয়াল্টন এখন থেকে প্রতিদিন একটা করে ১২৫সিসি ফিউশন মোটরসাইকেল দিবে,গতকাল একজন দর্শক পাইছে আমি আমার নিজের দুইটা চোখ দিয়া দেখছি,খোদার কসম।



"তাড়াতাড়ি টিকেট কিনেন, খেলা দেখতে যান হেঁটে আর বাড়িতে ফিরে আসেন নিজের মোটর সাইকেল চালিয়ে "B-)



বি, দ্র - চাইলে মোটরসাইকেলের পিছনে বান্ধবীকেও বিনা ভাড়ায় ঝুলিয়ে আনতে পারবেন, আর ওটাও একদম ফ্রী।:P:D:D:D;)



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

লিঙ্কনহুসাইন বলেছেন: B:-/ B:-/ হুম কয় দিন ধরে তো দেখছি পুরুস্কার দিচ্ছে , কিন্তু এতো তারা তাড়ি কিভাবে দর্শকদের পুরুস্কার দেয় , লটারী ড্রও হওয়ার এক মিনিটেই দেখি বিজয়ী দর্শক এসে হাজির হয়ে যায় :( আর সবার গলায় দেখি বিপিএল এর কমেটির কার্ড ঝুলানো , এইভাবে দর্শকদের বোকা বানানো ঠিক না । তবে আমার মনে হয় দুই টিকেট ১০০ , আর এক টিকেট ৫০ করলে দর্শক হতো বেশি ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

চিকন আলি বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আমার মনে হয় দুই টিকেট ১০০ , আর এক টিকেট ৫০ করলে দর্শক হতো বেশি ।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

শূন্য পথিক বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আমার মনে হয় দুই টিকেট ১০০ , আর এক টিকেট ৫০ করলে দর্শক হতো বেশি ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

পত্রদূত বলেছেন: ভাই সাহেবরা ৫০ টা টাকার জন্য দামাদামি করতে গিয়ে এতো বড় একটা আয়োজন নষ্ট করে দেয়া কি আমাদের ক্রিকেটের জন্য মংগল বয়ে আনবে ?

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

ইশতিয়াক হোছাইন বলেছেন: দর্শকদের সবচেয়ে বড় অংশ হলো ছাত্র, তাই দাম বেশী হলে দর্শক কম হওয়াই স্বাভাবিক

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

দি সুফি বলেছেন: ৫০ টাকার বেশি টিকেটের দাম হওয়ার কোনো যৌক্তিকতাই নেই। খেলাকে ব্যবসা বানিয়ে ফেললে, তা আর খেলা থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.