| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
সকাল থেকেই খুব ফুরফুরে মেজাজে শুরু হয়েছিলো আজকের দিনটা।
কিন্তু বিধাতার ইচ্ছে ভিন্ন।
বলতে পারেন কিছুটা শেয়ার বাজার টাইপের অবস্থা,সকালে ফাস্ট হাফে সুচকের উত্থান আর শেষ বেলায় চরম মাইর![]()
![]()
![]()
![]()
সকালের সেই ফুরফুরে মেজাজের কল্যানে আলু টসটসে মুখখানা এখন পেঁচাসম অবস্থা।
খারাপ খবরগুলো যথাক্রমে
নম্বর ওয়ান # সাঙ্গু গ্যাসক্ষেত্রে মজুদ প্রায় শেষ হবার পথে।
আমি কই -ঃ আল্লাহ'রে এইডা কি হুনলাম![]()
নম্বর টু # বানিজ্যমেলায় প্যাভিলিয়ন ধ্বসে একজনের মৃত্যু।
আমি কই ঃ স্বাভাবিক মৃত্যুর গ্যারন্টি কি এদেশে কখনো আসবে না?![]()
নম্বর থ্রী (খাইলাম একটা বিড়ি) --- কারখানার আগুনে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু।
আমি কই ঃ কবে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল !! মজিনা মামা এইবার খেলা দেখাইবো।![]()
![]()
![]()
![]()
ওই পানি ঢাল আমি কাহিল হইয়া গেছি,আর কোন নিউজ আইজক্যা নিতে পারুম না,আমার হাউজফুল![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: কিছুই বলার নাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
পত্রদূত বলেছেন: ভাই কিছু বলার দরকার নাই পানি ঢালেন পানি,বেশী কইরা পানি ঢালতে থাকেন।
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অচিন.... বলেছেন: ![]()
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
শরৎমেঘ বলেছেন:
৫|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
৬|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
টুং টাং বলেছেন: আরেকটা দুঃসংবাদ
কলের পানি বরফ হওয়ার পথে
তাই
পানি ঢালতে পারলাম না ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
শূন্য পথিক বলেছেন: