| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
মিথ্যা কথারও সীমা থাকা উচিত,বড় কথাও বুঝে বলা উচিত। আল্লাহর গজব পড়তে সময় লাগে নাই , মাত্র গতকাল শহিদ আফ্রিদি ডন নিউজে সাক্ষাতকারে বলেছিলো বাংলাদেশ নাকি ছোটদল আর ঠিক আজকেই পাকিস্তান নামক বিশাল বড় ভুয়া দলখানা সাউথ আফ্রিকার কাছে ৪৯ রানে অলাউট হয়ে বিশ্ব রেকর্ড করলো হা হা হা হা![]()
![]()
![]()
[/sb
ভাগ্য ভালো বিপিএল এ এতো নিম্ন মানের খেলোয়াড়দের খেলা দেখতে হয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্যি করে ।
টেস্ট পুরো একটা ইনিংস খেলে ৫০ টা রানও স্কোর বোর্ডে নিতে পারে না,৫০ টা ওভারও ক্রিজে কাটাতে পারে না,ফলো অন করে কূল পান না কিন্তু মুখে ইয়া বড় বড় কথা। চাঁপাবাজির জাতি একটা ,খালি চাঁপা বেচে খাইতে চায়।
একেই বলে ছোট মুখে বড় কথা, লাথি খাওয়ার উপক্রম।![]()
![]()
![]()
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
টিনের চশমা বলেছেন: কই শালার ফাকিস্থানী মাদারচোদগুলা কই ??
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
এক্সপেরিয়া বলেছেন: ইয়াহু । আমার দেশের ক্রিকেট দলকে এরাইতো ছোট করেছিল । কই ফাকিস্তান ছাগুরা ।
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রায়হান হোসেন রানা বলেছেন: ভাই , ভাল লিখছেন । ধন্যবাদ ,।
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
উড়োজাহাজ বলেছেন: Jara sotti boro tara kokhono sotoder soto bolay na.
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
জাহিদ হাসান বলেছেন: বাঙ্গালীর অভিশাপ লেগেছে । বিপিএলে না এসে আফ্রিকা গিয়ে খেলার জন্য
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
অণুজীব বলেছেন:
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
পীরবাবা বলেছেন:
৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
হেডস্যার বলেছেন:
ফাকিশটানিরা অলওয়েজ মাদার**।
১০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
অচেনা ছায়া বলেছেন:
ভালো বলেছেন
১১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ধান শালিক বলেছেন:
একটা জোক শেয়ার করি , "করাচি বিমানবন্দরে নেমে এক আফগানিস্তানী নিজেকে পরিচয় দিল আফগানিস্তানের মন্ত্রী হিসেবে।
ইমিগ্রেশন অফিসার বলল, 'কোন দফতরের মন্ত্রী?'
আফগানিস্তানী বলল, 'সমুদ্রবন্দর মন্ত্রী।'
ইমিগ্রেশন অফিসার অবাক হয়ে বলল, 'কিন্তু স্যার, আফগানিস্তানে তো কোনো সমুদ্র বন্দর নেই, আপনি সমুদ্রবন্দর মন্ত্রী হবেন কীভাবে?'
এবার আফগানীটা রাগে দাঁত কিড়মিড় করে বলল, ' কিছু না থাকলে কি সেই বিষয়ের মন্ত্রী হওয়ায় মানা আছে? হালার পো হালা, তোগো পাকিস্তানেও তো আইনমন্ত্রী আছে, স্বরাষ্ট্র মন্ত্রী আছে; তারবেলা কী?''
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
ভাবুক আমি বলেছেন: 8.1- 6 - 8 -6 এটা ম্যাচ এর dale steyen er bowling figure!! just incredible!
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
নিষ্পাপ কয়েদি বলেছেন: ঘটনার প্রতিবাদে শিবির আজ সাউথ আফ্রিকান দুতাবাস ঘেরাও করবে।
১৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
মামুন,চৌ:হাট বলেছেন: বাংলাদেশ টিম এ মুহূর্তে পরিপূর্ণ একটি দল। যে কোন দলকে হেসে - খেলে পরাজিত করার শক্তি বাংলাদেশ টিমের আছে। এখন শুধু দরকার এ হেসে-খেলে পরাজিত করার মত শক্তি তাদের যে আছে এটা প্রত্যাক খেলোয়াড়কে মন থেকে বিশ্বাস করতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের আত্নবিশ্বাসটাই বেশি.........বেশি দরকার”।
১৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
পলাতক আসামী বলেছেন: ২-১ টা ছাগু আপনার পোস্টে ধরা পরলনা। বড়ই চিন্তার বিষয়।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মো: ইলিয়াস বলেছেন: চমতকার, উচিত শিক্ষা হইছে